প্রাথমিক পর্যায়ে সাক্ষরতা অর্জন নিশ্চিত করা জরুরি : গণশিক্ষা উপদেষ্টা
- নয়া দিগন্ত অনলাইন
- ১১ জানুয়ারি ২০২৫, ১৯:৩৫
প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, যেকোনো উপায়েই হোক প্রাথমিক পর্যায়ে একজন শিক্ষার্থীর অন্ততপক্ষে মৌলিক সাক্ষরতা অর্জনের বিষয়টি নিশ্চিত করা জরুরি। তিনি বলেন, মৌলিক সাক্ষরতার কাজটি যারা শিক্ষক তাদেরই করতে হবে। এদিকে, আমাদের ভর্তির হার বেড়েছে ঠিকই কিন্তু কিছু দিন পর বিদ্যালয় থেকে আবার ছাত্রসংখ্যা কমেও যাচ্ছে, যেটা কোনোভাবেই কাম্য নয়।
শনিবার (১১ জানুয়ারি) ময়মনসিংহে জাতীয় প্রাথমিক শিক্ষা অ্যাকাডেমি (নেপ) এ প্রাথমিক শিক্ষা অধিদফতরের বিভাগীয় উপ-পরিচালক কার্যালয়ের আয়োজনে ‘কমিউনিকেশন অ্যান্ড সোশ্যাল মবিলাইজেশন অ্যাকশন প্ল্যান তৈরি বিষয়ক’ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, ‘সমাজের চাহিদা অনুযায়ী আমরা শিশুদের কতটুকু সাক্ষর করে গড়ে তুলতে পারছি, সেটা দেখা উচিত। প্রাথমিক পর্যায়ে সরকারের পলিসিতে কিছুটা পরিবর্তন আনা আবশ্যক হয়ে পড়েছে। আমরা সে জায়গাটিতে কাজ করছি।’
তিনি বলেন, ‘আপনাদের সুচারু মতামত সরকারের কাছে অবশ্যই গ্রহণযোগ্য। অতিকেন্দ্রিকতার কারণে সামগ্রিকভাবে অনেক কিছু পরিবর্তন করতে পারি না। কিন্তু পরিবর্তন আনার জন্য বর্তমান অন্তর্বর্তী সরকারের শতভাগ চেষ্টা রয়েছে।’
প্রাথমিক পর্যায়ে অনেক স্থানীয় সমস্যা রয়েছে, যেটা জেলাভিত্তিক সমাধান করা সম্ভব এ কথা উল্লেখ করে তিনি বলেন, ‘এক্ষেত্রে, কেন্দ্র থেকে শুধু একটা সাধারণ নীতিমালা নির্ধারণ করে দিলেই হয়।’
উপদেষ্টা বলেন, ‘জনমত নিয়েই প্রাথমিক শিক্ষায় সরকারের পলিসি গঠন হবে। চরাঞ্চলের বাচ্চাদের জন্য স্কুল কীভাবে সুবিধা হয়, দুর্গম অঞ্চলের স্কুলের সুবিধা কী হবে, এটা স্থানীয়দের মতামত অনেকটাই জরুরি। শুধু অর্থনৈতিক কর্মকাণ্ড করলেই হবে না, শিক্ষাটা সমাজের কতটুকু উপকারে আসছে সেটা ভাবার বিষয়।’
তিনি বলেন, আমরা প্রাইমারি পর্যায়ে লাইব্রেরির অভ্যাস গড়ে তুলতে পারি। শিক্ষক ও শিক্ষার্থীর জন্য বাড়তি বই পড়া খুবই প্রয়োজন। প্রয়োজনে বাইরে থেকে মালামাল ও সেবা, ক্রয় বা সরবরাহ করতে পারি। মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে উপস্থিত সকলের প্রতি আহ্বান জানান তিনি।’
প্রাথমিক শিক্ষা অধিদফতরের বিভাগীয় উপ-পরিচালক মো: জালাল উদ্দিনের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন জাতীয় প্রাথমিক শিক্ষা অ্যাকাডেমির (নেপ) মহাপরিচালক ফরিদ আহমদ, প্রাথমিক শিক্ষা অধিদফতরের পরিচালক মো: লুৎফুর রহমান, প্রাথমিক শিক্ষা অধিদফতরের উপ-পরিচালক মো: ফরহাদ আলম প্রমুখ।
উল্লেখ্য, দিনব্যাপী এ কর্মশালায় ময়মনসিংহ বিভাগের প্রাথমিক শিক্ষার বিভিন্ন পর্যায়ের অর্ধশতাধিক কর্মকর্তা নেন।
সূত্র : বাসস
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা