১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১, ১০ রজব ১৪৪৬
`

ইসলামিক ফাউন্ডেশনের কর্মীরাও ফ্যাসিস্ট সরকারের নিপীড়নের শিকার : অধ্যাপক মুজিবুর রহমান

ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের বিশেষ সাধারণ সভায় প্রধান অতিথি বক্তব্য রাখছেন অধ্যাপক মুজিবুর রহমান। -

 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, সাড়ে ১৫ বছরে ফ্যাসিস্ট সরকার দেশের মানুষের ওপর যে অত্যাচার, জুলুম ও নির্যাতন চালিয়েছে তা বর্ণনাতীত। দেশের সকল প্রতিষ্ঠানের ন্যায় ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীরাও অত্যাচার, জুলুম ও নিপীড়নের শিকার হয়েছেন।

তিনি শনিবার (১১ জানুয়ারি) ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের বিশেষ সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

জাতীয় মসজিদ বায়তুল মোররমের ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ সভায় প্রধান কার্যালয়, বিভাগ, জেলা, ইসলামিক মিশন, ইমাম প্রশিক্ষণ একাডেমি, দারুল আরকাম মাদরাসা, মডেল মসজিদ এবং মসজিদিভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমসহ কর্মচারি ইউনিয়নের মাঠ পর্যায়ের প্রায় ৫০০ জন সদস্য অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতিকুর রহমান। আলোচক ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহকারী সাধারণ সম্পাদক মহিববুল্লাহ ও মোঃ আব্দুস সালাম এবং ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণের সভাপতি।

সভায় সভাপতিত্ব করেন ইউনিয়নের সাবেক সভাপতি মুহাম্মাদ ওবায়দুর রহমান।

ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি আরো বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের ১৫ বছরের শাসনামলে সমগ্র দেশের সব প্রতিষ্ঠানের মতো ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীরাও অত্যাচার, জুলুম ও নিপীড়নের শিকার হয়েছেন। হয়রানি, পদোন্নতি বঞ্চিত করাসহ নানাবিধভাবে তাদের হয়রানি করা হয়েছে। ৩৬ জুলাইয়ের চেতনায় অবিলম্বে এবং ইনসাফ প্রতিষ্ঠার জন্য বর্তমান সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নের নিমিত্ত কর্তৃপক্ষের দৃষ্টি এছাড়াও ইসলামিক ফাউন্ডেশনকে অধিদপ্তর করা, গণশিক্ষাসহ সকল প্রকল্প ও আউটসোর্সিং স্থানান্তর, সকল পদে পদোন্নতি চালু করা, সার্ভিস রুল সংশোধন করা, অবৈধভাবে চাকরির ব্যবস্থা গ্রহণের জন্য ধর্ম উপদেষ্টাসহ সংশ্লিষ্ট সবার দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

বিশেষ আতিকুর রহমান বলেন, ট্রেড ইউনিয়ন ছিনতাই করে, নিয়োগ, বদলী বাণিজ্য করে নিপীড়নের দিন শেষ। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement
‘পাঠ্যপুস্তকে বিএনপি সম্পর্কে ভুল তথ্য’ সংশোধনের দাবি ৫ মাস পর জুলাই আন্দোলনে আহত মনিরুজ্জামানের মৃত্যু ২৭ হাজার টন চাল নিয়ে ভারত থেকে জাহাজ এলো চট্টগ্রামে আসামি ছিনতাই হওয়ার অভিযোগে শ্রীনগর থানার ওসি ক্লোজড ঐক্যের ফাটল মেরামতের উপায় খুঁজছে বিএনপি ও তার মিত্ররা লালপুরে সড়ক দুর্ঘটনায় ইউপি সদস্য নিহত শেখ হাসিনা পালিয়ে গেলেও দেশ ফ্যাসিবাদমুক্ত হয়নি : মাহমুদুর রহমান তারুণ্যের উচ্ছ্বাসকে কুরআনের আলোয় আলোকিত করতে হবে : আজহারী তামিমকে ধন্যবাদ জানাল বিসিবি বান্দরবানে স্থানীয়দের সহায়তায় অনুপ্রবেশকালে ৫৮ রোহিঙ্গা আটক বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠাই কুরআন সুন্নাহর মূল শিক্ষা : মুফতি আমির হামজা

সকল