১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১, ১০ রজব ১৪৪৬
`

ঐক্যে ফাটলের চেষ্টা করে কেউ সফল হবে না : মির্জা ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর - ছবি - নয়া দিগন্ত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দূর্ভাগ্যজনকভাবে এখানে আমাদের দেশেরই কিছু মানুষ এই ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা করছেন। জানি, সে চেষ্টা সফল হবে না। বিশ্বাস করি, আমরা অবশ্যই সম্মিলিতভাবে ঐক্যবদ্ধভাবে আমাদের লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবো।

আজ শনিবার সকালে সোহরাওয়ার্দী উদ্যানে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) প্রথম জাতীয় কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

মির্জা ফখরুল বলেন, পাঁচ মাস পর অনেকেই জিজ্ঞেস করছেন আমাদের অর্জন কি? অর্জন হচ্ছে, আজকে আমরা এখানে দাঁড়িয়ে নিঃসংকোচে, নির্ভয়ে কথা বলতে পারছি, এটাই আমাদের একটা বড় বিজয় বলে মনে করি। এখানে এবি পার্টির একটা বড় ভূমিকা আছে।

একটা ভয়াবহ দানবের হাত থেকে আমরা রক্ষা পেয়েছি উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, আমরা আবার নতুন করে বাংলাদেশকে নির্মাণ করার স্বপ্ন দেখছি, কথা বলছি। এখন যেটা প্রয়োজন, সকল উসকানির পরেও আমরা যেন সিদ্ধান্তে অটল থাকি, একটি গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যেতে চাই, বৈষম্য দূর করতে চাই, বাংলাদেশের তরুণদের হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে একটা নতুন বাংলাদেশ দেখতে চাই। এখানে আমাদের কোনো বিবেধ নেই।

‘বাংলাদেশকে নতুন করে নির্মাণ করার যে স্বপ্ন আমরা দেখছি, সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে হলে আমাদের একটু ধৈর্য ধারণ করতে হবে। হঠকারিতা করে, ভুল সিদ্ধান্ত নিয়ে, ভুল পদক্ষেপ নিয়ে যেন সেই সম্ভাবনাকে বিনষ্ট না করি- সেটা আমাদের সবসময় লক্ষ রাখতে হবে।’

মির্জা ফখরুল বলেন, দেশের অর্থনৈতিক অবস্থা খুব ভালো নয়, রাজনৈতিক দিক দিয়ে ভঙ্গুর অবস্থায় আছে, আমরা সেটাকে একসাথে লড়তে চাই। সেটাকে এক সাথে নিয়ে, সবাই মিলে এই সমস্যাগুলো সমাধান করতে চাই। সবাই একসাথে হয়েই সেই দানবকে, ফ্যাসিস্টকে সরাতে পেরেছি। তাহলে আমরা কেন পারব না, একটা নতুন সম্ভাবনার রাষ্ট্র নির্মাণ করতে?

বিএনপি সংস্কারের কথা আগেই বলেছে উল্লেখ করে তিনি বলেন, আমরা সংস্কারের কথা আগেই বলেছি, আবারো বলছি, আমরা সংস্কার চাই। কিছু কিছু মানুষ আছেন, তারা একটু বুঝানোর চেষ্টা করেন আমরা সংস্কারের আগেই নির্বাচন চাই বা নির্বাচনের জন্য অস্থির হয়ে গেছি। বিষয়টা তেমন না। আমরা যেটা বলছি, নির্বাচন কেন দ্রুত চাই? এই কারণে দ্রুত চাই যে নির্বাচনটা হলেই আমাদের শক্তি আরো বাড়বে। সরকার থাকবে, সংসদ থাকবে। যে সঙ্কটগুলো সৃষ্টি হয়েছে, সেগুলো দূর হয়ে যাবে।

বিএনপি মহাসচিব বলেন, আমরা এই কথাও বলেছি, নির্বাচনের পরে আমরা একটা ঐক্যবদ্ধ জাতীয় সরকার গঠন করত চাই। সবাই মিলে রাজনৈতিক সমস্যাগুলোর সমাধান করতে চাই। যারা অন্যান্য দলে আছেন, তারা অবশ্যই এটা ভাববেন, চিন্তা করবেন। তারা তাদের যে মতামত, সেটা দিবেন।

বর্তমান সরকারকে সমর্থন দিচ্ছেন ও দিয়ে যাবেন জানিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা তত্ত্বাবধায়ক সরকার বলছি না, অন্তর্বর্তী সরকার বলছি। তাদের আমরা সমর্থন দিয়েছি। সমর্থন দিয়ে যাচ্ছি। তাদের পক্ষে সম্ভব। আমরা একটা পথ খুজে পাব, যে পথে আমরা সবাই এগিয়ে যেতে পারব।


আরো সংবাদ



premium cement
ফরিদপুরে যুবককে ওঠিয়ে নিয়ে চোখ তুলে হত্যা ২ শ্রেণিকক্ষ ও ৩ শিক্ষক নিয়েই চলছে ইবির সমাজকল্যাণ বিভাগ থানায় সেবা নিতে কোনো ধরনের তদবিরের প্রয়োজন নেই বিআরটিএ বন্ধের চিন্তা করা হবে : সড়ক উপদেষ্টা ১২ দলীয় জোটের সাথে বিএনপির লিয়াজোঁ কমিটির বৈঠক গাইবান্ধায় জেলা প্রশাসক কার্যালয়ে নিয়োগ পরীক্ষায় প্রক্সি ও ডিভাইস চক্রের চারজন আটক ইসলামিক ফাউন্ডেশনের কর্মীরাও ফ্যাসিস্ট সরকারের নিপীড়নের শিকার : অধ্যাপক মুজিবুর রহমান শ্রীনগর থানা থেকে আসামি ছিনতাই, বিএনপির ২০০ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে উত্তেজনার মধ্যেই বিএসএফের গুলিতে বাংলাদেশী আহত ঝালকাঠিতে অবৈধ ইট পাঁজা ধ্বংস, ৩ লাখ টাকা জরিমানা তামিমের অবসরে যে বার্তা দিলেন মুশফিক-মাহমুদুল্লাহ

সকল