নির্বাচনে দেরি হলে শেখ হাসিনার ষড়যন্ত্র বাড়বে : মেজর হাফিজ
- নয়া দিগন্ত অনলাইন
- ০৯ জানুয়ারি ২০২৫, ১৬:৪৬
নির্বাচন দিতে যত দেরি হবে, শেখ হাসিনার ষড়যন্ত্র তত বাড়বে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম।
তিনি বলেছেন, আমরা অতি দ্রুত নির্বাচন চাই। যে সংস্কারের কথা আপনারা বলছেন শেখ হাসিনার পলায়নের মাধ্যমে তার ৮০ ভাগ সংস্কার হয়ে গেছে। এখন আর সংস্কারের প্রয়োজন নেই। এখন প্রয়োজন নির্বাচনী ব্যবস্থার সংস্কার। নির্বাচন দিতে যত দেরি হবে, তত শেখ হাসিনার ষড়যন্ত্র বাড়বে।
আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়ামে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মেজর হাফিজ বলেন, ভারত থেকে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। এরপরও দেশটি শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে। বাংলাদেশের সাথে সম্পর্ক অস্থিতিশীল করতেই এটি করা হয়েছে।
কিংস পার্টি প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, দেশে কিংস পার্টি গঠন হতে যাচ্ছে। এর মাধ্যমে আওয়ামী দুর্বৃত্তদের ফেরানোর চেষ্টা চলছে। কিংস পার্টির ভবিষ্যৎ কখনোই ভালো ছিল না, ভালো হবেও না। নির্বাচনের নামে প্রহসনের ফলে একদল দুর্বৃত্ত ক্ষমতায় বসে ছিল। কিংস পার্টির নামে এসব দুর্বৃত্তদের দলে ফেরানোর চেষ্টা চলছে।
তিনি বলেন, জুলাই-আগস্টের অবদান রাখা শিক্ষার্থীদের আমরা স্বাগত জানাই। তবে কিংস পার্টি গঠনের চেষ্টা করবেন না।
জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাদেক খানের সঞ্চালনায় সভায় আরো উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক, আব্দুস সালামসহ মুক্তিযোদ্ধা দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।