০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১, ৭ রজব ১৪৪৬
`

যে রাজনৈতিক বার্তা দিয়ে গেলেন খালেদা জিয়া

বিমানবন্দরে খালেদা জিয়াকে বিদায় জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষস্থানীয় নেতারা - ছবি : সংগৃহীত

উন্নত চিকিৎসার উদ্দেশে লন্ডনের পথে রয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার রাত পৌনে ১২টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়ে তাকে বহনকারী বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স। বিমানে ওঠার আগে তিনি দলীয় নেতাকর্মীদের দিয়ে গেছেন রাজনৈতিক নির্দেশনা।

বিমানবন্দরে বেগম খালেদা জিয়াকে বিদায় জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমকে জানিয়েছেন, ‘বিমানে ওঠার আগে তিনি (খালেদা জিয়া) বলেছেন, গণতন্ত্র যেন পুনরুদ্ধার হয়, সে বিষয়ে আমরা সকলে যেন ঐক্যবদ্ধ থাকি। সেইসাথে বিএনপি চেয়ারপারসন কামনা করেছেন দেশের সকল মানুষ যেন ভালো থাকে।’

এসময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের নির্যাতনে এবং মিথ্যা মামলায় সাজা দিয়ে খালেদা জিয়াকে ছয় বছর আটক করে রাখা হয়। এই আটক করে রাখার সময় তিনি অত্যন্ত অসুস্থ হয়ে পড়েন। আমরা ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের প্রধান হাসিনাকে অনুরোধ করেছিলাম, তাকে বাহিরে চিকিৎসা করতে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু এই ফ্যাসিস্ট হাসিনা কোনো কথাতেই কর্ণপাত করেননি।’

মির্জা ফখরুল আরো বলেন, ‘আল্লাহর অশেষ রহমতে ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সমস্ত মিথ্যা মামলা থেকে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য আজকে লন্ডনে যাচ্ছেন। এজন্য আল্লাহর কাছে অশেষ শুকরিয়া জানাই।’

বিএনপি মহাসচিব বলেন, ‘একইসাথে আমরা আশা করছি সুচিকিৎসা নিয়ে বেগম খালেদা জিয়া আবার দেশের মানুষের কাছে ফিরে আসবেন। যাবার সময় তিনি আমাকে বলেছেন, ‘আপনি গণমাধ্যমের মাধ্যমে সবাইকে বলবেন দেশবাসী যেন আমার জন্য দোয়া করে।’

কোনো রাজনৈতিক বার্তা দিয়েছেন কি না জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, ‘রাজনৈতিক বার্তা বলতে তিনি দেশের সকল মানুষের ভালো থাকার কামনা আশা করেছেন এবং গণতন্ত্র যেন পুনরুদ্ধার হয় সে বিষয়ে আমরা সকলে যেন ঐক্যবদ্ধ থাকি সে বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন।’


আরো সংবাদ



premium cement