০৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১, ৮ রজব ১৪৪৬
`

খালেদা জিয়ার বিদেশ যাত্রা : রাস্তায় মানুষের ঢল

লন্ডনের উদ্দেশে বাসা থেকে বের হয়েছেন খালেদা জিয়া - ছবি : নয়া দিগন্ত

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশে গুলশানের বাসভবন ফিরোজা থেকে বের হওয়ার পর রাস্তায় নেতাকর্মীদের সাথে জনতার ঢল নেমেছে। এ সময় গাড়ি বহর ছেড়ে দিতে বিএনপির চেয়ারপারসনের সিকিউরিটি ফোর্সকে (সিএসএফ) হিমশিম খেতে দেখা গেছে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত ৮টা ১৬ মিনিটে বাসা থেকে বের হন তিনি। বাসা থেকে গুলশান গোল চত্বরে পার হয় ৯টা ৫ মিনিটে।

প্রায় আধা কিলোমিটার রাস্তায় সরেজমিনে দেখা যায়, রাস্তায় নেতাকর্মীর সাথে জনতার ঢল নেমেছে, গাড়ি বহর ছেড়ে দিতে বিএনপির চেয়ারপারসনের সিকিউরিটি ফোর্সকে ( সিএসএফ) হিমশিম খেতে দেখা গেছে। সেইসাথে নেতাকর্মীরা স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করতে দেখা গেছে।

এক নজর দেখতে নানা বয়সী মানুষ রাস্তায় দাঁড়িয়ে হাত নাড়াচ্ছেন, অনেকে মোবাইল দিয়ে ভিডিও করতে দেখা গেছে, অনেকে রিস্ক নিয়ে খালেদা জিয়ার গাড়ি ধরে ছবি তুলতে দেখা গেছে।

বিকেল থেকেই গুলশানের বাসা ফিরোজার সামনে নেতাকর্মীদের ঢল নামে। রাত ৮টা ১২ মিনিটে যখন বাসভবনের গেট খুলে দেয়া হয় তখন নেতাকর্মীরা উচ্ছ্বাসিত হয়ে ওঠেন, এ সময় তারা খালেদা জিয়া, খালেদা জিয়া স্লোগানে এলাকা মুখরিত করে তোলেন। এ সময় নেতাকর্মীরা খালেদা জিয়াকে বহনকারী গাড়িটি ধরে স্লোগান দিতে থাকেন। বাসা থেকে মূল রাস্তায় যেতে সময় লাগে প্রায় ১৫ মিনিটেরও বেশি।

দেখা গেছে, খালেদা জিয়ার গাড়িবহরে সামনে তিনটি গাড়ি এবং পেছনে একটি আইসিসিইউ সম্বলিত একটি অ্যাম্বুলেন্স দেখা গেছে।

বিএনপি নির্দেশনা থেকে জানা গেছে, খালেদা জিয়ার গাড়ি গুলশান গোল চত্বর হয়ে বনানীর কাকলী চত্বর হয়ে বিমানবন্দরে যাবে। প্রতিটি মোড়ে মোড়ে নেতাকর্মীদেরকে সুশৃঙ্খলভাবে অবস্থান নেয়ার নির্দেশনা দেয়া হয়েছে দলের পক্ষ থেকে।


আরো সংবাদ



premium cement
স্বাধীনতার ৫৩ বছরেও শিক্ষকদের জীবনযাত্রার মান বাড়েনি দেশের অর্থনীতিতে প্রাণিসম্পদের অবদান সিলেটে জুয়েলারি দোকান থেকে ২৫০ ভরি স্বর্ণ চুরি! মালয়েশিয়ায় ৬৪ বাংলাদেশীসহ ১৫৩ অভিবাসী আটক সিলেটে শেখ মুজিবের ম্যুরাল অপসারণে ৩ দিনের আলটিমেটাম বিনিয়োগকারীদের বাজার বিমুখের ব্যাখ্যা দিলো বিএসইসি প্রথম দফা ভোটে প্রেসিডেন্ট নির্বাচন করতে পারেনি লিবিয়া একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেয়াই আমাদের লক্ষ্য : সিইসি ১৫ জানুয়ারির মধ্যে প্রক্লেমেশন অব জুলাইয়ের ঘোষণা চাই : হাসনাত আব্দুল্লাহ রমজানে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে থাকবে : বাণিজ্য উপদেষ্টা সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সকল