০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১, ৭ রজব ১৪৪৬
`

লন্ডনের উদ্দেশে বাসা থেকে বের হলেন খালেদা জিয়া

খালেদা জিয়াকে বহনকারী গাড়ি - ছবি : নয়া দিগন্ত

উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডন যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত ৮টা ১৫ মিনিটে বিমানবন্দরের উদ্দেশে রওনা করে খালেদা জিয়ার গাড়িবহর।

তাকে বিদায় জানাতে সড়কে সারিবদ্ধভাবে অবস্থান নিয়েছেন বিএনপি নেতাকর্মীরা। গুলশানে খালেদা জিয়ার বাসভবন থেকে বনানী মূল সড়ক পর্যন্ত মানবপ্রাচীর তৈরি হয়েছে। সেইসাথে নেতাকর্মীদের স্লোগান আর মিছিলে উত্তাল গুলশান-বনানী এলাকা।

জানা গেছে, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লন্ডনে ভিআইপি প্রটোকল পাবেন।

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া কাতারের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডন যাচ্ছেন। এয়ার অ্যাম্বুলেন্সটি কাতারের হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে বিরতি শেষে লন্ডনের উদ্দেশে যাত্রা করবে। বুধবার (৮ জানুয়ারি) বাংলাদেশ সময় সকাল ১০টায় যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দরে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি অবতরণ করবে।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা: এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছিলেন, লন্ডন ক্লিনিক বলে একটা পুরোনো ঐতিহ্যবাহী হসপিটাল আছে। সেই হসপিটালে এটি এনএইচএসের অধীন একটি হসপিটাল। সেখানে তাকে (খালেদা জিয়া) ভর্তি করা হবে। হিথ্রো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে উনাকে সরাসরি সেখানে নিয়ে যাওয়া হবে। এই হসপিটালে উনি চিকিৎসাধীন থাকবেন।

দীর্ঘ সময় পর চিকিৎসার জন্য বিদেশ যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সবশেষ ২০১৭ সালের জুলাইয়ে তিনি বিদেশ সফর করেছিলেন। বিভিন্ন ধরনের শারীরিক সমস্যায় ভোগা ৭৯ বছর বয়সী খালেদা জিয়া চিকিৎসকের পরামর্শে আজ (৭ জানুয়ারি) রাত ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশে রওনা করবেন। সাবেক এই প্রধানমন্ত্রীকে বহন করার জন্য এরই মধ্যে কাতার আমিরের পক্ষ থেকে পাঠানো অত্যাধুনিক আইসিইউ সুযোগ-সুবিধা সম্পন্ন এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় এসে পৌঁছেছে।


আরো সংবাদ



premium cement
এইচএমপিভি ভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই : আইইডিসিআর ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের সভাপতি পাভেল, সম্পাদক নিরব ধামরাইয়ে ৫টি অবৈধ ইটভাটাকে ২৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা চ্যাম্পিয়নস ট্রফিতে আফগানিস্তান দলের মেন্টর ইউনিস গাজীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ হৃদয়ের লাশ উত্তোলন নোভার্টিসের ২৩০ কোটি টাকার শেয়ার হস্তান্তর প্রতিরোধে আইনি নোটিশ স্ত্রীসহ সাবেক এমপি ইকবালুর রহিমের নামে দুদকের মামলা জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে হাসনাত আব্দুল্লাহর আল্টিমেটাম চরফ্যাশন সরকারি কলেজে শিবিরের শীতবস্ত্র বিতরণ চ্যাম্পিয়নস ট্রফিতে সাকিবের খেলা নিয়ে যা জানাল বিসিবি জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

সকল