০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১, ৭ রজব ১৪৪৬
`

ছাত্রশিবিরকে জড়িয়ে ছাত্রদলকর্মীর উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের প্রতিবাদ

- ছবি : সংগৃহীত

গত ৫ জানুয়ারি ২০২৫ তারিখে শাবিপ্রবির অভ্যন্তরীণ ফেসবুক গ্রুপ ‘সাস্টিয়ানস ভয়েস’-এ শেখ ফাকাব্বির নামে একটি আইডি থেকে ছাত্রশিবিরের বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিতভাবে অভিযোগ তোলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

মঙ্গলবার (৭ জানুয়ারি) ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম এক যৌথ বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে নেতারা বলেন, ছাত্রশিবির সবসময় নৈরাজ্যমুক্ত ক্যাম্পাস ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে দৃঢ় প্রতিজ্ঞ এবং যেকোনো মূল্যে তা বজায় রাখতে অঙ্গীকারবদ্ধ। কিন্তু কিছু কুচক্রী মহল শিক্ষার সুষ্ঠু পরিবেশকে ব্যাহত করে রাজনৈতিক ফায়দা হাসিল করতে চায়। ছাত্রশিবির বরাবরের মতো সবসময় গঠনমূলক কর্মসূচির মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদের মন জয় করায় তা এক শ্রেণির মানুষের কাছে অস্বস্তিকর প্রতীয়মান হচ্ছে। তারা ছাত্রশিবিরকে ঘায়েল করার উদ্দেশ্যে নানা অপপ্রচারের আশ্রয় নিয়ে ছাত্রশিবিরের ইমেজ ক্ষুণ্ণ করার চেষ্টা চালাচ্ছে।

নেতারা বলেন, আমরা অত্যন্ত বিস্ময়ের সাথে লক্ষ্য করেছি যে, গত ৫ জানুয়ারি সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ছাত্রদলের এক কর্মী শেখ ফাকাব্বির বিশ্ববিদ্যালয়ের শাহপরাণ হলের ৪৩৬ নম্বর কক্ষে প্রবেশ করে নিজ বিভাগের কয়েকজনকে ছুরিকাঘাতের চেষ্টা করে ধরা পড়ে। পরে নিজের শরীরের কিছু আঁচড়ের ছবি তুলে বিশ্ববিদ্যালয়টির অভ্যন্তরীণ ফেসবুক গ্রুপ ‘সাস্টিয়ানস ভয়েস’ এ শেখ ফাকাব্বির নামে তার একটি আইডি থেকে ছাত্রশিবিরের বিরুদ্ধে ‘কুপিয়ে জখম’ এবং ‘এলোপাতাড়ি মারধর’ করার মিথ্যা অভিযোগ করে পোস্ট করে। এমনকি ওই রুমে থাকা এক শিক্ষার্থীর গলায় ছুরি ধরে শিবির শিবির বলে চিৎকার করতে থাকে। পরে প্রক্টর এবং প্রভোস্ট মহোদয় এসে তাকে একটি চাকুসহ হাতে-নাতে ধরে ফেলেন। জিজ্ঞাসাবাদ করার পর ছাত্রশিবিরকে ফাঁসানোর উদ্দেশ্যেই তার এই কর্মকাণ্ডের কথা স্বীকার করে। আমরা জানতে পেরেছি, শেখ ফাকাব্বির সমুদ্রবিজ্ঞান বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং ছাত্রদলের সক্রিয় কর্মী।

নেতারা বলেন, ছাত্রশিবিরের ওপর দায় চাপানোর জন্য নিজেরা পরিকল্পিত বিশৃঙ্খলার মত ঘৃণ্য কর্মকাণ্ড ভবিষৎ রাজনীতির জন্য অশনি সংকেত। আমরা প্রশাসনের কাছে এই অপপ্রচারের পেছনে থাকা সকল চক্রান্তকারীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কার্যকর ও কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি। পাশাপাশি এ ধরনের অপপ্রচার বন্ধে এবং সকল শিক্ষার্থীর জন্য নিরাপদ ক্যাম্পাস তৈরিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছি।

বিজ্ঞপ্তি


আরো সংবাদ



premium cement