০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১, ৭ রজব ১৪৪৬
`

নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত চেয়ে টিউলিপ সিদ্দিকের চিঠি

ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিক - ছবি : সংগৃহীত

ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিক তার বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত চেয়ে একটি চিঠি দিয়েছেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের নিয়োগ করা একজন উপদেষ্টাকে এই চিঠি দেয়া হয়েছে।

ব্রিটেনের জনগণকে সেবা দেয়ার সুযোগ পাওয়া মন্ত্রীদের জীবনযাপন, চলাফেরা কেমন হওয়া উচিত সে সম্পর্কে বিধিমালা ঠিক করেন ওই উপদেষ্টা। বর্তমানে এই দায়িত্ব পালন করছেন লরি ম্যাগনাস। ২০২২ সালের ২২ ডিসেম্বর তাকে ‘ইন্ডিপেনডেন্ট অ্যাডভাইজার অন মিনিস্ট্রিয়াল স্ট্যান্ডার্ডস' হিসেবে নিয়োগ দেন প্রধানমন্ত্রী স্টারমার। সরকারি নিয়ন্ত্রণের বাইরে থেকে তার স্বাধীনভাবে কাজ করার কথা।

চিঠি দেয়ার মাধ্যমে টিউলিপ সিদ্দিক ‘সম্পূর্ণ সঠিক কাজ করেছেন' বলে সোমবার মন্তব্য করেন প্রধানমন্ত্রী স্টারমার।

যুক্তরাজ্যের সিটি মিনিস্টার হিসেবে টিউলিপ সিদ্দিকের কাজ আর্থিক বাজারের দুর্নীতি রোধ করা। সম্প্রতি দেশটির সানডে টাইমস ও ফিন্যান্সিয়াল টাইমস পত্রিকায় অভিযোগ করা হয়, তিনি তার খালা শেখ হাসিনার দল আওয়ামী লীগের সাথে ঘনিষ্ঠদের কাছ থেকে পাওয়া ফ্ল্যাট ব্যবহার করেছেন। ফ্ল্যাটগুলোর অবস্থান লন্ডনে।

এছাড়া গতমাসে বাংলাদেশে ওঠা এক অভিযোগে বলা হয়, টিউলিপ সিদ্দিক ২০১৩ সালে বাংলাদেশে বেশি অর্থ ব্যয়ে একটি নতুন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের চুক্তিতে মধ্যস্থতা করেছিলেন।

ম্যাগনাসকে লেখা চিঠিতে টিউলিপ সিদ্দিক নিজেকে পুরোপুরি নির্দোষ দাবি করেছেন। তিনি লিখেছেন, ‘সন্দেহ এড়ানোর জন্য, আমি চাই আপনি স্বাধীনভাবে এই সম্পর্কে তথ্য প্রতিষ্ঠা করুন।’

এই সপ্তাহের শেষদিকে ব্রিটিশ সরকারের প্রতিনিধি দলের সদস্য হয়ে তার চীন সফরে যাওয়ার কথা ছিল। কিন্তু এখন তিনি যুক্তরাজ্যে অবস্থান করবেন।


আরো সংবাদ



premium cement
ময়মনসিংহ প্রেসক্লাব নিয়ে স্বৈরাচারের দোসরদের অপপ্রচারের প্রতিবাদ গ্রামীণ ব্যাংকে কমতে পারে সরকারি মালিকানার অংশীদারিত্ব একেনেকে ৪ হাজার ২৪৬ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন থিকসানার হ্যাটট্রিকেও জিততে পারল না শ্রীলঙ্কা সাবেক ডিবি প্রধান হারুন ও তার ভাইয়ের আয়কর নথি জব্দের আদেশ ওয়াসার তাকসিমসহ ১০ জনের নামে দুদকের মামলা যুদ্ধাপরাধের দায়ে ব্লিঙ্কেনের বিরুদ্ধে ব্যবস্থা নেবে হামাস মতলবে গাছের নিচে চাপা পড়ে ব্যবসায়ীর মৃত্যু টিসিবির নতুন চেয়ারম্যান ফয়সাল আজাদ গফরগাঁওয়ে বেকু ও জুয়ার সরঞ্জামসহ নৌকা জব্দ বিগত ১৫ বছরের আচরণ থেকে বের হতে চায় পুলিশ : ডিএমপি কমিশনার

সকল