০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১, ৭ রজব ১৪৪৬
`

রাতে স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন তারেক রহমান

তারেক রহমান - ছবি - ইন্টারনেট

জরুরি ভিত্তিতে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠক ডাকা হয়েছে।

আজ সোমবার রাত সাড়ে ৮টায় দলের এই বৈঠক ডেকেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে তারেক রহমানের সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার এই তথ্য জানিয়েছেন।

তিনি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই বৈঠকে ভার্চুয়ালি যুক্ত থাকবেন।

দলীয় সূত্রে জানা গেছে, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসাজনিত সফরকে সামনে রেখে এই বৈঠক ডাকা হয়েছে। এতে দলের নীতি কৌশল ও নতুন সিদ্ধান্ত নিয়ে আলোচনা হতে পারে।

উল্লেখ্য, বেগম খালেদা জিয়াকে সরাসরি এয়ার অ্যাম্বুলেন্সে উঠানো হবে। এক্ষেত্রে ভিড় কমানোর পরামর্শ দেয়া হয়েছে নেতাকর্মীদের।


আরো সংবাদ



premium cement