০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১, ৭ রজব ১৪৪৬
`

কাতারের এয়ার অ্যাম্বুলেন্সে কাল লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া

বেগম খালেদা জিয়া - সংগৃহীত

উন্নত চিকিৎসার জন্য আগামীকাল মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত ১০টায় লন্ডনের উদ্দেশে রওনা হবেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

সোমবার (৬ জানুয়ারি) গুলশানে বিএনপি চেয়ারপারসের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান দলের স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

তিনি জানান, আগামীকাল (মঙ্গলবার) রাত ১০টায় কাতার আমিরের পাঠানো বিশেষ অ্যাম্বুলেন্সে করে ঢাকা থেকে দোহা এবং পরে দোহা থেকে লন্ডন যাবেন। খালেদা জিয়ার সাথে তার ছোট ছেলে মরহুম আরাফাত রহমানের সহধর্মিনী যাবেন। এছাড়াও মেডিক্যাল বোর্ডের ছয় সদস্য, ব্যক্তিগত কর্মকর্তা, কাতারের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সের চারজন চিকিৎসক ও চিকিৎসকদের সহকারী থাকবেন।

ডা. জাহিদ আরো জানান, লন্ডন ক্লিনিকে খালেদা জিয়াকে ভর্তি করা হবে। এয়ারপোর্ট থেকে সরাসরি হাসপাতালে যাবেন তিনি। চিকিৎসকরা সেখানে খালেদা জিয়ার পরীক্ষা-নিরীক্ষা করবেন। তাদের (চিকিৎসক) পরামর্শে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

তিনি বলেন, ‘যুক্তরাজ্য এয়ারপোর্টে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার সহধর্মিনী ডা. জোবাইদা রহমান ও যুক্তরাজ্য বিএনপির দু’জন সদস্য খালেদা জিয়াকে রিসিভ করবেন। সেখান থেকে হাসপাতালে যাবেন।’

সংবাদ সম্মেলনে ডা. এ জেড এম জাহিদ হোসেন

ডা. জাহিদ বলেন, দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বেগম খালেদা জিয়া। এছাড়া দলের পক্ষ থেকে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব, দলের শীর্ষ নেতৃত্ব ও খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকেও দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

আজ সোমবার সন্ধ্যা ৭টার মধ্যে কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে বলে জানান তিনি।


আরো সংবাদ



premium cement
হাসিনা-রেহানা-জয়-টিউলিপসহ ৭ জনের ব্যাংক হিসাব তলব ট্রাইব্যুনালে আন্তর্জাতিক মানদণ্ডে পরীক্ষিত ও স্বীকৃত বিচার হবে : অ্যাটর্নি জেনারেল ট্রাম্পের কেনার ইচ্ছা প্রকাশের পর গ্রিনল্যান্ড সফরে তার ছেলে চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়লেন খালেদা জিয়া মেসি ও সুয়ারেজের সাথে আবারো দেখা যাবে নেইমারকে! সাবেক ওসি নেজাম উদ্দিনকে মারধরের ঘটনায় পুলিশ অ্যাসোসিয়েশনের প্রতিবাদ সব পাঠ্যবই ছাপা কখন সম্ভব হবে? মিরসরাইয়ে আগুনে পুড়ল বসতঘর ও গবাদি পশু বিমানবন্দরে পৌঁছেছেন খালেদা জিয়া প্রধান উপদেষ্টার সাথে জামায়াত আমিরের বৈঠক সাবেক এমপি আবুল কালাম আজাদের নামে দুদকের মামলা

সকল