কাতারের এয়ার অ্যাম্বুলেন্সে কাল লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া
- অনলাইন প্রতিবেদক
- ০৬ জানুয়ারি ২০২৫, ১৩:৪২, আপডেট: ০৬ জানুয়ারি ২০২৫, ১৫:৫০
উন্নত চিকিৎসার জন্য আগামীকাল মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত ১০টায় লন্ডনের উদ্দেশে রওনা হবেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
সোমবার (৬ জানুয়ারি) গুলশানে বিএনপি চেয়ারপারসের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান দলের স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
তিনি জানান, আগামীকাল (মঙ্গলবার) রাত ১০টায় কাতার আমিরের পাঠানো বিশেষ অ্যাম্বুলেন্সে করে ঢাকা থেকে দোহা এবং পরে দোহা থেকে লন্ডন যাবেন। খালেদা জিয়ার সাথে তার ছোট ছেলে মরহুম আরাফাত রহমানের সহধর্মিনী যাবেন। এছাড়াও মেডিক্যাল বোর্ডের ছয় সদস্য, ব্যক্তিগত কর্মকর্তা, কাতারের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সের চারজন চিকিৎসক ও চিকিৎসকদের সহকারী থাকবেন।
ডা. জাহিদ আরো জানান, লন্ডন ক্লিনিকে খালেদা জিয়াকে ভর্তি করা হবে। এয়ারপোর্ট থেকে সরাসরি হাসপাতালে যাবেন তিনি। চিকিৎসকরা সেখানে খালেদা জিয়ার পরীক্ষা-নিরীক্ষা করবেন। তাদের (চিকিৎসক) পরামর্শে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।
তিনি বলেন, ‘যুক্তরাজ্য এয়ারপোর্টে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার সহধর্মিনী ডা. জোবাইদা রহমান ও যুক্তরাজ্য বিএনপির দু’জন সদস্য খালেদা জিয়াকে রিসিভ করবেন। সেখান থেকে হাসপাতালে যাবেন।’
ডা. জাহিদ বলেন, দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বেগম খালেদা জিয়া। এছাড়া দলের পক্ষ থেকে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব, দলের শীর্ষ নেতৃত্ব ও খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকেও দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।
আজ সোমবার সন্ধ্যা ৭টার মধ্যে কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে বলে জানান তিনি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা