০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬
`

খালেদা জিয়া সাথে সাক্ষাৎ করলেন অলি, প্রবেশ করলেন স্থায়ী কমিটির সদস্যরা

খালেদা জিয়া - ফাইল ছবি

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রম।

আজ রোববার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে চেয়ারপারসনের বাসভবন ফিরোজায় প্রবেশ করেন তিনি। প্রায় সোয়া ঘণ্টার বৈঠক শেষে ৭টা ৫৫ মিনিটে তিনি বের হয়ে যান।

এদিকে সন্ধ্যা ৭টার দিক থেকে বিএনপির চেয়ারপারসনের সাথে সাক্ষাৎ করতে ফিরোজায় প্রবেশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। ইতোমধ্যে দলটির স্থায়ী কমিটির সদস্য জমির উদ্দিন সরকার, খন্দকার ড. মোশাররফ হোসেন, ড আব্দুল মঈন খান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায় ও সেলিমা রহমান প্রবেশ করেছেন।

চিকিৎসার জন্য আগামী ৭ জানুয়ারি রাতে চিকিৎসার জন্যে লন্ডন যাবেন বেগম খালেদা জিয়া। তার সফরকে সামনে রেখেই নেতাদের দিকনির্দেশনা দেবেন তিনি এমনটাই জানা গেছে।


আরো সংবাদ



premium cement