খালেদা জিয়ার গাড়িবহরে হামলা : ছাত্রলীগ নেতার দায় স্বীকার
- নয়া দিগন্ত অনলাইন
- ০৪ জানুয়ারি ২০২৫, ২৩:২৩
নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের তেজগাঁও থানার সিনিয়র সহ-সভাপতি মো: আবুল হাসান (৪০) দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন।
২০১৫ সালে রাজধানীর কারওয়ান বাজারে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণকালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নির্বাচনী গাড়িবহরে হামলার ঘটনার করা মামলায় তিনি আজ স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেন।
এক দিনের রিমান্ড শেষে জাহাঙ্গীরকে আজম ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর তিনি ঘটনার দায় স্বীকার করে সেচ্ছায় জবানবন্দী দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।
আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম তার জবানবন্দী রেকর্ড করেন। জবানবন্দী রেকর্ড শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
শুক্রবার (৩ জানুয়ারি) রাজধানীর মনিপুরি পাড়া এলাকা থেকে আবুল হাসানকে গ্রেফতার করা হয়। এদিন এ মামলায় তার একদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে কারওয়ান বাজারে ২০১৫ সালের ২০ এপ্রিল দলীয় মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের নির্বাচনী প্রচারণায় অংশ নেন বেগম খালেদা জিয়া। সেই প্রচারণায় খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় গত বছরের ২২ আগস্ট তেজগাঁও থানায় দায়েরকৃত মামলার এজাহারভুক্ত আসামি গ্রেফতারকৃত আবুল হাসান।
সূত্র : বাসস
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা