এদেশে সত্য খুঁজে পাওয়া মুশকিল : মান্না
- অনলাইন প্রতিবেদক
- ০৪ জানুয়ারি ২০২৫, ২০:৫৭
‘এদেশে ক্ষমতাসীনরা যেরকম মিথ্যা কথা বলে, তেমনিভাবে ক্ষমতার বাইরে যারা আছেন, তারাও একইভাবে মিথ্যা কথা বলে’ এমন মন্তব্য করে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘এদেশে সত্য খুঁজে পাওয়া মুশকিল।’
শনিবার (৪ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে বাংলাদেশ তরিকত পরিষদের (বিটিপি) উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় তিনি একথা বলেন।
দেশব্যাপী বিভিন্ন মাজার-খানকায় সন্ত্রাসী হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগসহ বিভিন্ন মাহফিলে বাধা প্রদানের প্রতিবাদ এবং সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে এ আলোচনা সভায় করা হয়।
মাহমুদুর রহমান মান্না বলেন, ‘এমনিতেই আমাদের দেশ খুব বিভাজিত। কারণে অকারণে ভেজাল লেগে থাকে। একটা দেশ হয়েছে, এই দেশটা কিভাবে হলো, কারা করলো, কারা নেতৃত্ব দিলো, মূলনেতা কে, এদেশের স্বাধীনতার ঘোষণা কে দিলো? এগুলোর বিতর্ক শেষ হচ্ছে না। এদেশে ক্ষমতাসীনরা যেরকম মিথ্যা কথা বলে, তেমনিভাবে ক্ষমতার বাইরে যারা আছেন তারাও একইভাবে মিথ্যা কথা বলে। সত্য খুঁজে পাওয়া মুশকিল। আর সত্য খুঁজতে গবেষণা করলেও সত্যের কাছে যাওয়া যায় না।’
তিনি বলেন, ‘মাজারে হামলা করা মানে গুন্ডামী করা। আর গুন্ডারা তো ভালো মানুষ হতে পারে না। কিন্তু হামলা কারা করেছে, সেটা আমি জানি না। মাজারগুলোতে যারা হামলা করেছে, এটা নিশ্চিতভাবে অন্যায় কাজ হয়েছে। যারা করেছে তাদের বিরুদ্ধে সরকারের ব্যবস্থা নেয়া উচিত।’
বিটিপি’র সভাপতি পীর বাশার খান্দানীর সভাপতিত্বে আলোচনা সভায় গণঅধিকার পরিষদের সভাপতি কর্ণেল (অব.) মিয়া মশিউজ্জামান, আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু, জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির সভাপতি অ্যাডভোকেট দেলোয়ার হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের প্রধান ড. শাহ কাওসার মোস্তফা আবুল উলায়ীসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।