০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬
`

আওয়ামী লীগের রাজনীতি আর দেখতে চাই না : তাসমিয়া প্রধান

অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন ব্যারিস্টার তাসমিয়া প্রধান - ছবি : নয়া দিগন্ত

আওয়ামী লীগের রাজনীতি আর দেখতে চাই না মন্তব্য করে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপার) সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান বলেছেন, ‘আগামীর বৈষম্যহীন এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে জাগপা ছাত্রলীগকে দায়িত্ব নিতে হবে। বাংলাদেশের সকল ছাত্র সংগঠনকে দায়িত্ব নিতে হবে। ক্ষমতার লোভে যেই দল বাংলার পবিত্র মাটিকে বারবার রক্তাক্ত করেছে, সেই শেখ মুজিব, শেখ হাসিনার আওয়ামী লীগের রাজনীতি আর বাংলার মাটিতে দেখতে চাই না।’

শনিবার (৪ জানুয়ারি) বিকেলে জাতীয় প্রেসক্লাবে জাগপা ছাত্রলীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় সম্মেলনে তিনি একথা বলেন।

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে তাসমিয়া প্রধান বলেন, ‘প্রশাসনের প্রতিটি স্তর আওয়ামী প্রেতাত্মামুক্ত করতে হবে। গণহত্যাকারীদের দ্রুত বিচার করতে হবে। নতজানু পররাষ্ট্রনীতি চলবে না। ভারতীয় আগ্রাসন থেকে বের হয়ে আসতে হবে। নিত্যপণ্যের দাম জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে হবে। প্রয়োজনীয় সংস্কার শেষে জাতীয় নির্বাচন দিতে হবে। আমরা আশা করি, প্রয়োজনীয় সংস্কার শেষে এই বছরের শেষ অংশে জাতীয় নির্বাচন সম্ভব।’

এ সময় সম্মেলনে আব্দুর রহমান ফারুকীকে সভাপতি এবং জীবন আহমেদ অভিকে সাধারণ সম্পাদক করে সাত সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয় এবং আগামী দু’মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করার নির্দেশনা প্রদান করা হয়।

প্রধান বক্তার বক্তব্যে জাগপা সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেন, ‘ইতিহাস স্বাক্ষী ১৯৫২, ১৯৬৯, ১৯৭১, ১৯৯০ এবং ২০২৪ প্রমাণ করেছে দেশের দুর্যোগে ছাত্ররাই আমাদের পথ দেখায়। অতএব ছাত্রদের চিন্তাধারা আমাদের বুঝতে হবে এবং তাদের সাথে সমন্বয় করেই আগামীর বাংলাদেশকে গড়ে তুলতে হবে। বাংলাদেশে আর কোনো ফ্যাসিজম মেনে নেয়া হবে না। একইসাথে ভারতীয় আগ্রাসন এবং আধিপত্যবাদকে রুখে দিয়ে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ত রক্ষা করতে হবে।’

জাগপা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র সরকার ও জীবন আহমেদ অভির যৌথ সঞ্চালনায় আরো বক্তব্য দেন জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলু, শ্রমিক জাগপার সভাপতি আসাদুজ্জামান বাবুল, ইসলামি ছাত্র আন্দোলনের সহকারী সেক্রেটারি জেনারেল ইমরান হুসাইন নুর, বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক আশিক আল আবিদ খান, বাংলাদেশ ইসলামি ছাত্রসেনার সাধারণ সম্পাদক মো: সাহেদু আলম, নাগরিক ছাত্র ঐক্যের সভাপতি তরিকুল ইসলাম, ছাত্র জমিয়ত বাংলাদেশের সভাপতি খালেদ মাহমুদ।

এছাড়া বাংলাদেশ ছাত্রমিশনের সহ-সভাপতি নাইমুল ইসলাম সিয়াম, গণতান্ত্রিক ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক কামরুল হাসান, মুসলিম ছাত্র ফেডারেশনের সভাপতি মো: নুর আলম, ভাসানী ছাত্র পরিষদের সভাপতি মোশাররফ হোসেন, শাহাদাত হোসেন সেলিম, রেজাউল ইসলাম রেজা, আল আমিন শুভ, লুৎফর রহমান, জামাল উদ্দিন আখন্দ, আদিবা খানম, এস কে আরিয়ান শরীফ, এনামুল হক এনাম, মো: মাহবুব আলম, আজিজির রহমান, মো: আরিফ হোসেন, মাহিম চৌধুরী হিমু, রাসেল সরকার তারিকুল ইসলাম, আবদুর রহমানসহ বিভিন্ন জেলা, জাগপা ছাত্রলীগের নেতারা প্রমুখ।


আরো সংবাদ



premium cement
রাবিতে ফল প্রকাশের ৭ দিন পরেই পাওয়া যাবে সনদ আমেরিকার এক-পঞ্চমাংশ এইচ-১বি ভিসাই ভারতীয় সংস্থাগুলোর কাছে! পাবনায় টুকুর জামিন নামঞ্জুর, শিক্ষার্থীদের জুতা ও ডিম নিক্ষেপ হ্যাটট্রিক শিরোপা জয় পিএসজির সৌদিতে বিশ্বের দীর্ঘতম চালকবিহীন ট্রেন চালু সাবেক এমপি শিমুল ও তার স্ত্রীর নামে দুর্নীতির মামলা ব্লিঙ্কেনের দ. কোরিয়া সফরকালে উ. কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ গজারিয়ায় কলিম উল্লাহ কলেজে নবীনবরণ অনুষ্ঠানে জয় বাংলা স্লোগান নোট-গাইড ছাপা বন্ধে ভ্রাম্যমাণ আদালত চালানোর নির্দেশ মনপুরার মেঘনায় অবৈধ ১৬ চাই জাল আটক পাঠ্যপুস্তকে আবু সাঈদের মৃত্যুর তারিখ ভুল, জড়িতদের অপসারণের দাবি

সকল