খালেদা জিয়ার গাড়িবহরে হামলায় জড়িত ছাত্রলীগ নেতা গ্রেফতার
- নয়া দিগন্ত অনলাইন
- ০৩ জানুয়ারি ২০২৫, ২২:৫৭, আপডেট: ০৩ জানুয়ারি ২০২৫, ২৩:০৯
কারওয়ান বাজারে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণকালে বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলা হয়। এ ঘটনায় দায়ের করা মামলার এজাহারনামীয় আসামি মো: আবুল হাসান (৪০) নামে ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে ডিএমপি’র তেজগাঁও থানা পুলিশ।
শুক্রবার (৩ জানুয়ারি) ভোরে রাজধানীর মনিপুরি পাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
তেজগাঁও থানা সূত্রে জানা যায়, গত ২০১৫ সালে এপ্রিল মাসের ২০ তারিখে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে কারওয়ান বাজারে নির্বাচনী প্রচারণা চলছিল। ওই নির্বাচনী প্রচারণায় বিএনপির মনোনীত প্রার্থী তাবিথ আওয়ালের পক্ষে অংশগ্রহণ করেন বেগম খালেদা জিয়া। প্রচারণার গাড়িবহরে হামলার ঘটনায় গত বছরের ২২ আগস্ট তেজগাঁও থানায় দায়েরকৃত মামলার এজাহারনামীয় আসামি আবুল হোসেন।
থানা সূত্রে আরো জানা যায়, গ্রেফতার হাসান তেজগাঁও থানা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি। তার বিরুদ্ধে তেজগাঁও থানায় একটি নিয়মিত মামলা রুজু আছে।
গ্রেফতার ছাত্রলীগ নেতার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানা গেছে।
সূত্র : ডিএমপি নিউজ
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা