০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬
`

ভিসির সাথে বাগ্‌বিতণ্ডা, ঢাবি ছাত্রদলের ৪ নেতাকে শোকজ

ঢাবি ছাত্রদলের ৪ নেতাকে শোকজ - ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভিসি অধ্যাপক নিয়াজ আহমেদ খানের সাথে বাগ্‌বিতণ্ডায় লিপ্ত হওয়ার অভিযোগে ক্যাম্পাসে ছাত্রদলের চার নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।

শুক্রবার (৩ জানুযারি) শাখা ছাত্রদলের দফতর সম্পাদক মল্লিক ওয়াসি উদ্দিন তামী স্বাক্ষরিত পৃথক পৃথক নোটিশে এ কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়।

নোটিশে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার দায়িত্বশীল পদে আসীন থেকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আপনাদের বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, এ মর্মে আগামী ৪ জানুয়ারির মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ও সাধারণ সম্পাদকের বরাবর একটি লিখিত ব্যাখ্যা সশরীরে উপস্থিত হয়ে জমাদান ও উপস্থাপনের নির্দেশ দেয়া হলো।

কারণ দর্শানোর নোটিশ পাওয়া নেতারা হলেন হাজী মুহম্মদ মহসিন হল শাখা ছাত্রদলের প্রচার সম্পাদক মনসুর আহমেদ রাফি, বিজয় একাত্তর হল শাখার দফতর সম্পাদক সাকিব বিশ্বাস, মাস্টারদা সূর্যসেন হল শাখার সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মো: আবিদুর রহমান মিশু এবং বিজয় একাত্তর হল ছাত্রদলের সহ-দফতর সম্পাদক সুলতান মো: সালমান সিদ্দিক।

উল্লেখ্য, কারণ দর্শানোর নোটিশ পাওয়া নেতারা বৃহস্পতিবার (২ জানুযারি) আওয়ামীপন্থী সিন্ডিকেট সদস্যদের অপসারণের দাবিতে আন্দোলন করেন। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে তারা ভিসির সাথে বাগ্‌বিতণ্ডায় লিপ্ত হয়েছেন বলে জানান প্রত্যক্ষদর্শীরা। পরে অভিযুক্ত এ চার ছাত্রদল নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়।


আরো সংবাদ



premium cement