০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬
`

ভাষা ইতিবাচক না হলে স্বৈরাচারের ভাগ্যবরণ করতে হবে : সেলিম উদ্দিন

অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন - ছবি : নয়া দিগন্ত

ভাষা ইতিবাচক না হলে স্বৈরাচারের ভাগ্যবরণ করতে হবে মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, ‘জামায়াত একটি গণমুখী, কল্যাণকামী ও আদর্শিক রাজনৈতিক দল। তাই জনগণ জামায়াতের হাতে রাষ্ট্র ক্ষমতা তুলে দিলেই দেশ ও জাতির কল্যাণ হবে।’

শুক্রবার (৩ জানুয়ারি) সকাল ১০টার দিকে রাজধানীর মগবাজারস্থ আল ফালাহ মিলনায়তনে হাতিরঝিল থানা পশ্চিম জামায়াত আয়োজিত কর্মী শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

এ সময় থানা আমির ইউসুফ আলী মোল্লার সভাপতিত্বে এবং সেক্রেটারি রাশেদুল ইসলাম রাশেদের পরিচালনায় শিক্ষা শিবিরে মহাগ্রন্থ আল কুরআন থেকে দারস পেশ করেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক ড. মাওলানা মো: আব্দুস সামাদ।

অনুষ্ঠানে বিষয়ভিত্তিক আলোচনা পেশ করেন ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও হাতিরঝিল অঞ্চল পরিচালক মো: হেমায়েত হোসেন, মহানগরী উত্তরের প্রচার ও মিডিয়া সম্পাদক মো: আতাউর রহমান সরকার। এ সময় আরো বক্তব্য দেন থানা নায়েবে আমির মো: নূরুল ইসলাম আকন্দ।

সেলিম উদ্দিন বলেন, ‘আওয়ামী-বাকশালী অপশাসন-দুঃশাসনে কক্ষচ্যুত বাংলাদেশকে কক্ষপথে ফেরাতে দেশে সৎ, যোগ্য ও আল্লাহভীরু নেতৃত্বের কোনো বিকল্প নেই। আগামীর নেতৃত্বকে অবশ্যই দেশপ্রেমী, মানবিক, জনহিতৈষী, নৈতিক মূল্যবোধ সম্পন্ন, অবক্ষয় ও দুর্নীতিমুক্ত হতে হবে। ‘পামু আর খামু’ এই ধরনের নেতিবাচক মানসিকতা দিয়ে দেশ ও জাতির কল্যাণ করা যাবে না।’

তিনি বলেন, ‘যারা আগামীতে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখেন তাদের ভাষা ইতিবাচক না হলে তাদেরকেও স্বৈরাচারের ভাগ্য বরণ করতে হবে। তিনি দেশ ও জাতির মুক্তির জন্য সকলকে জামায়াতের পতাকাতলে ঐক্যবদ্ধ হয়ে ক্ষুধা ও দারিদ্রমুক্ত নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কাজ করার আহ্বান জানান।’

তিনি আরো বলেন, ‘আওয়ামী-ফ্যাসীবাদীরা সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশন আজ্ঞাবাহী প্রতিষ্ঠানে পরিণত করেছিল। তাই নতুন কমিশনকে সেই অশুভ বৃত্ত থেকে বেরিয়ে এসে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন করে জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য নিরপেক্ষভাবে কাজ করতে হবে। এক্ষেত্রে কোনো ধরনের পক্ষপাতিত্ব মেনে নেয়া হবে না। আগস্ট বিপ্লবীদের রক্তের সাথে কোনোভাবেই বেইমানি করা যাবে না।’

তিনি উপস্থিত কর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘দেশে একটি সফল বিপ্লবের জন্য জন্য ইসলামী আন্দোলনের কর্মীদের জনসম্পৃক্ততা বাড়াতে হবে। গণমানুষের সমস্যা চিহ্নিত করে তা সমাধানের জন্য সাধ্যমতো প্রচেষ্টা চালানো দরকার। একইসাথে প্রতিটি ঘরে ঘরে দাওয়াত সম্প্রসারণের জন্য সকল পর্যায়ের জনশক্তিকে একযোগে কাজ করতে হবে। তিনি দ্বীন বিজয়ের লক্ষ্যে ইসলামী আন্দোলনের কর্মীদেরকে ময়দানে যেকোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকার আহ্বান জানান।’

বসুন্ধরায় কর্মী শিক্ষা বৈঠক

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী ঢাকা মহানগরী উত্তরের বসুন্ধরা সাংগঠনিক থানার উদ্যোগে এক শিক্ষা বৈঠক থানা আমির ইঞ্জিনিয়ার আবুল বাসারের পরিচালনায় শুক্রবার সকালে অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। উপস্থিত ছিলেন থানা সেক্রেটারি মো: ইউসুফ ও অন্য নেতারা।

প্রেস বিজ্ঞপ্তি


আরো সংবাদ



premium cement