দুই জেলায় বিএনপির কমিটি বিলুপ্ত, একটিতে স্থগিত
- অনলাইন প্রতিবেদক
- ০৩ জানুয়ারি ২০২৫, ০০:০৫, আপডেট: ০৩ জানুয়ারি ২০২৫, ০০:১০
নাটোর ও কুমিল্লা দক্ষিণ জেলার বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়েছে। অপরদিকে শেরপুর জেলার আংশিক আহ্বায়ক কমিটি স্থগিত করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাতে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলের গৃহীত এক সিদ্ধান্তবলে নাটোর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ও কুমিল্লা (দক্ষিণ) জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। অতিশীঘ্র নাটোর ও কুমিল্লা (দক্ষিণ) জেলা বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হবে।
আরো বলা হয়েছে, দলের গৃহীত এক সিদ্ধান্তবলে শেরপুর জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত শেরপুর জেলা বিএনপির নামে কোনো সাংগঠনিক কার্যক্রম চালানো যাবে না।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা