০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬
`

কবরস্থানে চাঁদাবাজীর অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার

-

রাজধানীর আজিমপুর কবরস্থানে চাঁদাবাজী ও দখলদারিত্বের অভিযোগে লালবাগের ২৩নং ওয়ার্ডের সভাপতি আমিনুল ইসলাম আমিনকে বহিষ্কার করেছে ঢাকা মহানগর দক্ষিন বিএনপি।

মহানগর দক্ষিণের দফতরের দায়িত্বে থাকা যুগ্ম-আহবায়ক সাইদুর রহমান মিন্টু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আমিনুল ইসলাম আমিনকে আজিমপুর কবরাস্থানে চাঁদাবাজী ও দখলদারিত্বের অভিযোগে মহানগর দক্ষিণের সভাপতি রফিকুল আলম মজনু ও সদস্য সচিব তানভীর আহমেদ রবিনের নির্দেশক্রমে দলের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

তার সাথে সব রাজনৈতিক ও সাংগঠনিক যোগাযোগ থেকে বিরত থাকার জন্য সবাইকে নির্দেশনা দেয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।


আরো সংবাদ



premium cement