সচিবালয়ে আগুনের তদন্তে সন্তুষ্ট সরকার
- নয়া দিগন্ত অনলাইন
- ০১ জানুয়ারি ২০২৫, ১৯:১০
সচিবালয়ের একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটির প্রতিবেদনে সরকার সন্তুষ্ট, তবে সব ধরনের সন্দেহের ঊর্ধ্বে উঠতে পরীক্ষার জন্য আলামত বিদেশে পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
তিনি যোগ করেন, ‘আমাদের নিরাপত্তার স্বার্থেই নিশ্চিত হতে চাইছি।’
বুধবার সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, ‘নতুন বছরে অন্তর্বর্তী সরকারের প্রাধান্য হবে জুলাই হত্যাকাণ্ডের বিচার, সংস্কার, নির্বাচনের রোডম্যাপ দাঁড় করানো।’
এর পাশাপাশি আইনশৃঙ্খলা ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণকেও প্রাধান্য দেয়া হচ্ছে বলে জানান এই উপদেষ্টা।
রিজওয়ানা হাসান বলেন, আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর পর প্রোক্লেমেশনের (ঘোষণাপত্র) প্রয়োজনীয়তা অনুভব করলেও প্রস্তুতি বা বাস্তবতা ছিল না।
তিনি বলেন, ‘সরকার সকলের সাথে কথা বলার প্রক্রিয়া শুরু হয়েছে। এখন আমরা ড্রাফটিং প্রক্রিয়ায় যাব।’
সূত্র : বিবিসি