০৪ জানুয়ারি ২০২৫, ২০ পৌষ ১৪৩১, ৩ রজব ১৪৪৬
`

আন্দোলনে আহতদের সহায়তা পেতে লাগবে চিকিৎসা সনদ : সারজিস আলম

সারজিস আলম - সংগৃহীত

আন্দোলনে সম্পৃক্ত নয় এমন অনেকে চিকিৎসার কাগজপত্র জালিয়াতি করে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে সুযোগ সুবিধা নিতে চেষ্টা করেছিল বলে জানিয়েছেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম। এ ধরনের প্রতারণা ঠেকাতে সহায়তা পাওয়ার জন্য প্রমাণ হিসেবে চিকিৎসকের সত্যায়িত চিকিৎসা-সংক্রান্ত কাগজপত্র জমা দিতে হবে আন্দোলনে আহতদের।

বুধবার এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

চলতি মাসে নিহতদের পরিবারগুলোকে আবারো বড় অঙ্কের আর্থিক সহযোগিতা করা হবে বলে জানান সারজিস আলম।

তিনি বলেন, স্বাস্থ্য অধিদফতরের তালিকায় জুলাই বিপ্লবে নিহতের সংখ্যা ৮২৬ জন। তার মধ্যে ৬২৮ জনের পরিবারকে সহযোগিতা দেয়া হয়েছে। বাকি আছে ১৯৮ জন শহীদের পরিবার।
সূত্র : বিবিসি


আরো সংবাদ



premium cement