০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১, ৪ রজব ১৪৪৬
`

জুলাই বিপ্লবে শহীদ ৭ লাশ এখনো পড়ে আছে ঢামেক হাসপাতাল মর্গে

-

জুলাই বিপ্লবে শহীদ সাতজনের লাশ এখনো পড়ে আছে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে। দু-একদিন পরপরই মর্গে লাশ শনাক্তের জন্য আসছেন স্বজনরা। কিন্তু ওই লাশগুলোকে কেউই শনাক্ত করতে পারছেন না। এমনকি ডিএনএ টেস্টেও ওই লাশগুলো শনাক্ত করা যায়নি। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গ সূত্র বলেছে, আদালতের নির্দেশ পেলেই লাশগুলো কোনো সংস্থার কাছে হস্তান্তর করা হবে দাফনের জন্য।

সূত্র জানায়, লাশগুলোর মধ্যে ছয়টি পুরুষের, একটি লাশ নারীর। বিপ্লবের শেষের দিকে আগস্টের ১ থেকে ৪ তারিখের মধ্যে এই লাশগুলো হাসপাতাল মর্গে নেয়া হয়।

হাসপাতাল সূত্র জানায়, লাশগুলো বিকৃত। পোড়া, মুখমণ্ডল থেতলানো। যে কারণে লাশগুলো শনাক্ত করা যায়নি।

হাসপাতাল সূত্র আরো জানায়, এ যাবত ৪৮টি পরিবারের সদস্যরা এসেছেন লাশগুলো শনাক্ত করার জন্য। এর মধ্যে ২৫ জনের ডিএনএ সংগ্রহ করে লাশ শনাক্তের চেষ্টা করা হয়। কিন্তু কারো সাথে মেলেনি।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান অধ্যাপক ডা: মোখলেসুর রহমান বলেছেন, ২৫ জনের নমুনা সংগ্রহ করা হলেও কারো সাথে না মেলায় ওই লাশগুলো শনাক্ত করা যায়নি। যে কারণে লাশগুলো পড়ে আছে।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গ সহকারী রামু দাস বলেন, দু-একদিন পরপরই লোক আসছেন। লাশ শনাক্তের জন্য। কিন্তু কেউ শনাক্ত করতে পারছেন না। যে কারণে লাশগুলো হস্তান্তর করা সম্ভব হচ্ছে না। কোর্টের অনুমতি না পাওয়ায় লাশগুলো হস্তান্তরও করা যাচ্ছে না।

হাসপাতাল সূত্র জানায়, লাশগুলো দাফনের অনুমতি চাওয়া হয়েছে আদালতের কাছে। অনুমতি পেলেই লাশগুলো কোনো সংস্থার কাছে হস্তান্তর করা হবে দাফনের জন্য।


আরো সংবাদ



premium cement
বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী আলজেরিয়ার উদ্যোক্তারা : রাষ্ট্রদূত ৯ জানুয়ারির পর আবারো শৈত্যপ্রবাহ পিআর পদ্ধতির নির্বাচন চালু করতে প্রয়োজনে গণভোট দিন : সেলিম উদ্দিন ঢাবিতে ২৪৪ কোটি টাকা ব্যায়ে ছাত্রী হল নির্মাণের উদ্যোগ সিরিয়ায় ৩৪ টন সহায়তা পাঠালো লিবিয়া সিরাজগঞ্জে জোড়া খুনের মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ৮ সোনাগাজীতে ডাকাত দলের সদস্য গ্রেফতার উলিপুরে চর দখলের জেরে নিহত ১ র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে নিহত ‘পানামা ফারুক’ তাহসানের শ্বশুর পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলী ও তার স্ত্রী-পুত্রের বিরুদ্ধে দুদকের মামলা সিংড়ায় সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

সকল