০২ জানুয়ারি ২০২৫, ১৮ পৌষ ১৪৩০, ১৯ জমাদিউস সানি ১৪৪৫
`

‘স্বৈরাচার পতনের ৪ মাসেও দেশী-বিদেশী ষড়যন্ত্র থেমে নেই’

সমাপনী অনুষ্ঠানে ডা. রফিকুল ইসলাম - ছবি : নয়া দিগন্ত

স্বৈরাচার পতনের চার মাসেও দেশী-বিদেশী ষড়যন্ত্র থেমে নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম। তিনি বলেন, যে বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার উদ্দেশ্যে নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখেছিলাম তা কি আজ বাস্তবায়িত হয়েছে?

সোমবার (৩০ ডিসেম্বর) রাতে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান, নিটোর-এর আর জে গাস্ট মিলনায়তনে বৈষম্যহীন প্রথম বিজয় উদযাপন ও ক্রীড়া সপ্তাহ, ২০২৪-এর সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ডা. রফিক বলেন, ‘এখনো আমরা দেখতে পাই মন্ত্রণালয় ও অধিদফতরে একটি বিশেষ গোষ্ঠীকে খুশি করার জন্য নানান ধরনের আদেশ জারি হচ্ছে। অথচ ভোল পাল্টানো এ গোষ্ঠীর অতি নিকট অতীত পর্যালোচনা করলে দেখা যায় ছাত্র রাজনীতি ও পেশাজীবি রাজনীতিতে তারা ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর ছিল। তারা সে সময়ে পূর্ণ সুযোগ সুবিধা নিয়েছে এখনো ৫ আগস্টের পর মুখোশ পরিবর্তন করে সরকারের গুরুত্বপূর্ণ পদগুলোতে প্রভাব রেখে ক্ষমতার সর্বোচ্চ স্বাদ তারা নিচ্ছে।’

তিনি বলেন, ‘এ কাজে তাদের সহায়তা করছে বিগত ফ্যাসিস্ট সরকারের প্রেতাত্মা অসাধু কিছু কর্মকর্তা-কর্মচারীরা। আপনারা যদি খেয়াল করে দেখেন আন্তঃক্যাডার একটা দ্বন্দ্ব কিন্তু তৈরি হয়েছে। জনতার মঞ্চ তৈরি করে যারা ফ্যাসিস্ট আওয়ামী লীগকে ৯৬-তে ক্ষমতায় এনেছিল তারা কিন্তু নতুনরূপে ষড়যন্ত্র করে যাচ্ছে। এদের চিহ্নিত করে অপসারণ করতে হবে। কারা এদের মদদ দিচ্ছে সেটা বের করতে হবে।’

তিনি বলেন, ‘৭১ এবং ২৪ আমাদের গর্বের জায়গা। এ দু’ বিষয়ে কোনো আপস নেই। অনেকেই ২৪-কে সামনে এনে ৭১-কে পাশ কাটিয়ে যেতে চায়, তাদের অতীত সম্পর্কে আমাদের সজাগ থাকতে হবে।’

ড্যাব নিটোর শাখার সভাপতি ডা. শামসুল আলমের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ডা. শেখ মুহাম্মদ আতিকুর রহমানের সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. পারভেজ রেজা কাকন, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ, মহাসচিব অধ্যাপক ডা. আব্দুস সালাম, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের পরিচালক ডা. মো: আবুল কেনান প্রমুখ।


আরো সংবাদ



premium cement
প্রতিদিনের বাংলাদেশের ভারপ্রাপ্ত সম্পাদক মোরছালীন বাবলা রাবিতে 'কমপ্লিট শাটডাউন' ঘোষণা, কর্মবিরতির ডাক অফিসার্স সমিতির হীম ঠাণ্ডায় জুবুথুবু উত্তরাঞ্চল, গরম কাপড়ের জন্য হাহাকার রংপুরের বিপক্ষে দাঁড়াতেই পারলো না বরিশাল দরপত্র ছাড়াই রাসিকে সংস্কার কাজের অভিযোগ, দুদকের অভিযান বরখাস্তকৃত প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট নেসেট থেকে পদত্যাগ করবেন চিন্ময়ের জামিন না পাওয়াকে ‘মানবাধিকার লঙ্ঘন’ বলল মমতার দল অর্থবছরের প্রথমার্ধে রফতানি আয় বেড়েছে ১২.৮৪ শতাংশ সুনামগঞ্জে অনুপ্রবেশের দায়ে ২ ভারতীয় নাগরিক আটক বরিশালে তারেক রহমানের নির্দেশনায় শীতবস্ত্র বিতরণ পিএসসিতে আরো ৬ সদস্য নিয়োগ

সকল