০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১, ৪ রজব ১৪৪৬
`

শহীদ মিনারে দেড় থেকে আড়াই লাখ মানুষ জমায়েতের আশা বৈষম্যবিরোধী ছাত্রদের

শহীদ মিনারে দেড় থেকে আড়াই লাখ মানুষ জমায়েতের আশা বৈষম্যবিরোধী ছাত্রদের - ছবি : বিবিসি

‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’ আয়োজনে মঙ্গলবার কেন্দ্রীয় শহীদ মিনারে দেড় থেকে আড়াই লাখ মানুষের সমাগম হবে বলে প্রত্যাশা বৈষম্যবিরোধী করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

সোমবার বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপি হেডকোয়ার্টারে মিশনারসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে এ কথা জানিয়েছেন সংগঠনটির মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদ।

এ সময় তিনি বলেন, আগামীকাল (মঙ্গলবার) বড় আনন্দ বয়ে আনবে। তাদেরকে নতুন স্বপ্ন দেখাবে।

কী থাকবে মঙ্গলবারের ঘোষণাপত্রে এমন প্রশ্নের মাসউদ বলেন, ‘৩ অগাস্টের এক্সটেন্ডেড ভার্সন আগামীকাল হতে যাচ্ছে। ফ্যাসিস্টের পতনের পর নতুন প্রক্লেমেশন দিয়ে সেটাকে আমরা জাতির কাছে ডকুমেন্টেড করে তুলতে চাচ্ছি।’

তিনি বলেন, ‘মঙ্গলবারের ঘোষণাপত্রে এমন একটা সীমারেখা আগামী দিনের সরকারকে দিয়ে যাওয়া হবে, তার বাইরে যেন কোনো সরকার যেতে সাহস না করে।’

মাসউদ বলেন, ‘বস্তাপচা রাজনীতির অবসান ঘটিয়ে পহেলা জানুয়ারি থেকে নতুন রাজনীতির উদ্ভব হবে দেশে। সেই রাজনীতি কিসের ওপর ভিত্তি করে হবে সেটা আগামীকাল ডকুমেন্ট আকারে প্রকাশ করতে যাচ্ছি।’

তিনি বলেন, ‘বাহাত্তরের পর থেকে বাংলাদেশের সকল সরকারই সীমারেখা অতিক্রম করেছে। মানুষের অধিকার হরণের সীমারেখা যাতে কেউ অতিক্রম করতে না পারে সেটা ভবিষ্যতে যে সরকারই ক্ষমতায় আসুক তাদের জন্য চব্বিশের গণঅভ্যুত্থানের শক্তির পক্ষ থেকে সীমারেখা আমরা টানতে চাচ্ছি।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ঘোষণাপত্র অনুষ্ঠান উপলক্ষে মঙ্গলবার সকাল থেকে শহীদ মিনারে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। ৩টা থেকে শুরু হবে মূল অনুষ্ঠান।

সূত্র : বিবিসি


আরো সংবাদ



premium cement
রাতের ভোটের ৩০ জেলা প্রশাসক গুরুত্বপূর্ণ পদে নির্বাচনের তারিখ নির্ভর করছে সংস্কার কতটা তার ওপর জটিলতা না থাকলে মঙ্গলবার বিদেশ যাচ্ছেন খালেদা জিয়া ধ্বংসস্তুপ থেকে অর্থনীতি টেনে তোলার চ্যালেঞ্জে অন্তর্বর্তী সরকার সম্মিলিত কল্যাণমুখী সরকার দেশের কল্যাণ আনবে : ডা: শফিক ছাত্রদলকে পড়ায় মনোযোগী হতে বললেন মির্জা ফখরুল বিএফআইইউ প্রধান হতে এস আলম ও আ’লীগের সুবিধাভোগীদের দৌড়ঝাঁপ পদ ছাড়াই রূপালী ব্যাংকে ঢালাও পদোন্নতির প্রক্রিয়া শুরু ভারতে প্রশিক্ষণ নিতে যাচ্ছেন নিম্ন আদালতের ৫০ বিচারক দুপুরে সূর্য উঁকি দিলেও রাত কেটেছে প্রচণ্ড ঠাণ্ডায় শেখ হাসিনাকে ফেরাতে ভারতের প্রতিক্রিয়া পাওয়া যায়নি : পররাষ্ট্র উপদেষ্টা

সকল