০২ জানুয়ারি ২০২৫, ১৮ পৌষ ১৪৩০, ১৯ জমাদিউস সানি ১৪৪৫
`

ভিসা পদ্ধতি সহজসহ রাশিয়াকে আরো জনশক্তি নেয়ার আহ্বান রাষ্ট্রপতির

রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডারের সাথে রাষ্ট্রপতির সাক্ষাৎ - ছবি : ইউএনবি

ভিসা পদ্ধতি সহজসহ বাংলাদেশ থেকে আরো দক্ষ ও স্বল্পদক্ষ জনশক্তি নিতে রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।

সোমবার (৩০ ডিসেম্বর) রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার জি খোজিন বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশকালে তিনি এ আহ্বান জানান।

এর আগে, সকালে বঙ্গভবনে পৌঁছালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি চৌকস দল নতুন রাষ্ট্রদূতকে গার্ড অব অনার দেন।

রাষ্ট্রপতি বলেন, ‘বাংলাদেশ এবং রাশিয়ার মধ্যে বাণিজ্য ও বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক দিন দিন সম্প্রসারিত হচ্ছে।’

বাংলাদেশের উন্নয়নে রাশিয়ার সহায়তার কথা উল্লেখ করে তিনি ‘রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র’ প্রকল্পের কাজ সময় মতো সমাপ্তির তাগিদ দেন।

বাংলাদেশি শিক্ষার্থীরা যাতে রাশিয়ায় উচ্চ শিক্ষার আরো বেশি সুযোগ পায় সে ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার অনুরোধ জানান রাষ্ট্রপতি।

রাষ্ট্রপতি আশা করেন, জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের স্বদেশ প্রত্যাবাসনে রাশিয়া মিয়ানমারের ওপর চাপ প্রয়োগ অব্যাহত রাখবে।

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বলেন, ‘বাংলাদেশ রাশিয়া থেকে কৃষি উপকরণ আমদানি করে। তাই খাদ্য নিরাপত্তার চ্যালেঞ্জ মোকাবেলায় যৌথভাবে কাজ করতে হবে।’

এ সময় রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন দায়িত্ব পালনে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সার্বিক সহযোগিতা কামনা করেন।

রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশকালে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী, প্রেস সচিব মো: সরওয়ার আলম ও পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন।

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement
গাজীপুরে কেয়া গ্রুপের চার কারখানা স্থায়ীভাবে বন্ধ ঘোষণা সমবায় ব্যাংকের সাবেক চেয়ারম্যান মহির স্ত্রী নুরজাহানের দেশত্যাগে নিষেধাজ্ঞা হিন্দুদের জন্য চাকরি নিষিদ্ধ করা হয়েছে দাবি নাকচ প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের আশুলিয়ায় নিখোঁজের ৬ দিন পর যুবকের লাশ উদ্ধার ইসরাইলি হামলায় গাজা পুলিশের প্রধান ও উপ-প্রধান নিহত ৪৩তম বিসিএস থেকে বাদপড়া ২২৭ জন প্রসঙ্গে যা জানাল সরকার সিরাজ সিকদার-আবু সাইদ হত্যা একই সূত্রে গাঁথা : রাশেদ প্রধান জয়ের ধারায় ফিরল রাজশাহী, বাড়ছে ঢাকার অপেক্ষা ভাঙ্গায় ভ্যানচালকের লাশ উদ্ধার বান্দরবানে ১২টি সম্প্রদায়ের শান্তির লক্ষ্যে সম্প্রীতি মিছিল ডাকের সাবেক ডিজি সুধাংশু শেখরের নামে দুদকের মামলা

সকল