০২ জানুয়ারি ২০২৫, ১৮ পৌষ ১৪৩০, ১৯ জমাদিউস সানি ১৪৪৫
`

আওয়ামী লীগ নিষিদ্ধ না হলে নির্বাচনে অংশ নিতে বাধা নেই : সিইসি

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের বর্তমান চিত্র - সংগৃহীত

সরকার কিংবা আদালত যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে তাহলে দলটিকে নির্বাচন থেকে বাদ দেয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন।

সোমবার চট্টগ্রাম সার্কিট হাউজে বিভাগের নির্বাচন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় সিইসি এ কথা বলেছেন।

গণআন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হওয়া দল আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নিতে পারবে কি না তা নিয়ে রাজনীতির মাঠে নানা আলোচনা চলছে।

আন্দোলনে নেতৃত্ব দেয়া শিক্ষার্থীদের দাবি, শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগের অন্য নেতাদের বিচার না হওয়া পর্যন্ত তাদের যেন নির্বাচনে অংশ নিতে না দেয়া হয়।

তবে সিইসি সোমবার বলেছেন, আওয়ামী লীগ যেহেতু নিবন্ধিত রাজনৈতিক দল, তাই রাজনৈতিকভাবে বা আদালত নিষিদ্ধ না করলে নির্বাচনে আসতে দলটির কোন বাধা নেই।

নির্বাচন সুষ্ঠু করতে নির্বাচন কমিশন সব ধরনের ব্যবস্থাগ্রহণ করবে জানিয়ে তিনি বলেন, নির্বাচনে ভোট দিতে না পারায় অনাস্থার কারণে অনেকে ভোটার হয়নি।

তিনি বলেন, ‘এইবার আগের মতো আর ভোট হবে না। আগামী ছয় মাসের মধ্যে ভোটার তালিকা হালনাগাদ করা হবে।’

নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন, কমিশনের ওপর কোনো চাপ নেই বলেও জানান সিইসি।
সূত্র : বিবিসি


আরো সংবাদ



premium cement