অভ্যুত্থানের উদ্দেশ্য ধারণ করে কাজ করতে হবে : প্রধান উপদেষ্টা
- নয়া দিগন্ত অনলাইন
- ৩০ ডিসেম্বর ২০২৪, ১২:৪৭
অভ্যুত্থানের উদ্দেশ্য ধারণ করে কাজ করার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
সোমবার সকালে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে ভার্চুয়ালি বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের সাথে মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।
তিনি বলেন, মাঠ পর্যায়ের প্রশাসনই আসল সরকার।
প্রধান উপদেষ্টা বলেন, ‘২০২৪-এর অভ্যুত্থানের উদ্দেশ্য ধারণ করে কাজ করতে হবে। সরকারের কার্যক্রমে মানুষ যেন বুঝতে পারে পরিবর্তন হয়েছে।’
অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্য এবং কার্যক্রম সফল করতে মাঠ প্রশাসনকে সক্রিয় ভূমিকা পালনের নির্দেশনা দিয়েছেন তিনি।
পুলিশ বাহিনীতে সংস্কার বিষয়ে ড. ইউনূস বলেন, ‘পুলিশের যারা দোষী তাদের শাস্তি হোক। যারা নির্দোষ তারা যেন তাদের কাজ করতে পারে। আমরা চাই শান্তি-শৃঙ্খলা আগের মতো নয়, আগের চাইতে সুন্দর করব।’
স্থানীয় প্রশাসনকে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তিনি।
‘সব বুদ্ধি যে ওপর থেকে আসতে হবে এমন নয়’ মন্তব্য করে তিনি স্থানীয় প্রশাসনগুলোকে নিজ উদ্যোগে বিভিন্ন সমস্যা সমাধানের পরামর্শ দিয়েছেন।
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ বা সেবা দেয়ার মতো কাজগুলোয় কে কত ভালো করতে পারে সে দিক থেকে জেলা প্রশাসনগুলোকে নিজেদের মধ্যে প্রতিযোগিতা করার আহ্বান জানান তিনি।
বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বিশেষ মনোযোগী হওয়ার নির্দেশ দেন।
বন্যার মতো আকস্মিক পরিস্থিতি, কৃষকদের বীজ সঙ্কটের মতো নানা বিষয়ে আগে থেকে তথ্য জানার ও প্রস্তুতি রাখারও ওপরও তিনি জোর দেন।
সূত্র : বিবিসি