পররাষ্ট্রনীতিতে দুঃসাহসিক পদক্ষেপ নেয়ার সুযোগ নেই : উপদেষ্টা মাহফুজ
- নয়া দিগন্ত অনলাইন
- ২৯ ডিসেম্বর ২০২৪, ২০:৫৯
পররাষ্ট্রনীতিতে কোনো দুঃসাহসিক পদক্ষেপ নেয়ার সুযোগ নেই মন্তব্য করে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম অতীতের ‘নতজানু পররাষ্ট্রনীতি’ থেকে বেরিয়ে এসে সব দেশের সাথে ‘বাস্তবসম্মত’ সম্পর্ক প্রতিষ্ঠার ওপর জোর দিয়েছেন।
তিনি রোববার (২৯ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বলেন, ‘আমরা আন্তর্জাতিক অঙ্গনে দর কষাকষির শক্তি বাড়াতে আমাদের সক্ষমতা বাড়াতে চাই।’
পররাষ্ট্র সচিব মো: জসিম উদ্দিনের পরিচালনায় ‘নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা : অভ্যন্তরীণ সংস্কার ও পররাষ্ট্রনীতি’ শীর্ষক পররাষ্ট্র নীতি সংলাপে অংশ নিয়ে উপদেষ্টা এ মন্তব্য করেন।’
মাহফুজ বলেন, জাতীয় নিরাপত্তা, অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি আন্তর্জাতিক আলোচনার ক্ষেত্রে দেশের সক্ষমতা বাড়ানোর দিকে নজর দেয়া হচ্ছে।
তিনি বলেন, পররাষ্ট্রনীতিতে কোনো দুঃসাহসিক পদক্ষেপ নেয়ার সুযোগ নেই। অন্তর্বর্তী সরকার এ বিষয়ে বাস্তবসম্মত সিদ্ধান্ত নেবে।
তিনি বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়কে কোনো রাজনৈতিক দল বা ধর্মের এজেন্ডা বাস্তবায়ন না করে বাংলাদেশের সর্বোত্তম স্বার্থে কাজ করতে হবে।
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান করার বিষয়ে এক প্রশ্নের জবাবে মাহফুজ এটাকে ভারত সরকারের রাজনৈতিক সিদ্ধান্ত বলে বর্ণনা করেছেন।
তিনি আরো বলেন, ‘আমরা শুনছি যে, তাকে (হাসিনা) প্রত্যর্পণ করা হবে না।’
উপদেষ্টা মাহফুজ পররাষ্ট্র নীতির সকল বিষয়ে বাংলাদেশের স্বার্থকে প্রাধান্য দিতে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম সংলাপে অংশ নিয়ে অভ্যন্তরীণ সংস্কার ও বৈদেশিক নীতির উদ্দেশ্য সাধনে সরকারের সহযোগিতামূলক দৃষ্টিভঙ্গির ওপর জোর দেন।
পররাষ্ট্র সচিব বলেন, আগামী দিনে ধারাবাহিকভাবে সংলাপ চালিয়ে যাওয়ার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিকল্পনা রয়েছে।
সূত্র : বাসস