পার্বত্য চট্টগ্রাম নিয়ে নতুন করে ভাবতে হবে : আমীর খসরু
- অনলাইন প্রতিবেদক
- ২৮ ডিসেম্বর ২০২৪, ২২:৩৮
পার্বত্য চট্টগ্রাম ও ভারত নিয়ে নতুন করে ভাবতে হবে এবং আর্মিকে প্রস্তুত থাকতে হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, নিরাপত্তার ব্যাপারে জাতীয় সিকিউরিটি আর্কিটেকচার প্রয়োজন আর পররাষ্ট্রনীতি নিয়ে আমরা এখনো ঐক্যমতে পৌঁছাতে পারিনি। কূটনীতিক কর্মকাণ্ডে এআইসহ প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। কমিউনিকেশন টুলস আপডেট করতে হবে।
শনিবার (২৮ ডিসেম্বর) বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত ‘ভূরাজনৈতিক বাস্তবতায় বাংলাদেশের স্বার্থ ও নিরাপত্তা’ শীর্ষক সংলাপে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
আমীর খসরু বলেন, ‘হিলট্র্যাক (পার্বত্যাঞ্চল) বাংলাদেশের জন্য টাইমবোমে পরিণত হচ্ছে। বাংলাদেশের একদিকের বর্ডার আরাকান আর্মির দখলে চলে গেছে। এটা বাংলাদেশের জন্য একটি অশনিসংকেত।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা