গণঅভ্যুত্থানের বিজয় ধরে রাখতে প্রয়োজন সম্মিলিত প্রয়াস : নজরুল ইসলাম
- অনলাইন প্রতিবেদক
- ২৮ ডিসেম্বর ২০২৪, ২১:৩৭
গণঅভ্যুত্থানের বিজয় ধরে রাখতে সবার সম্মিলিত প্রয়াস প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, আমাদের পাওয়ার আকাঙ্ক্ষার শেষ নেই। কিন্তু মহান আল্লাহ তায়ালা আমাদের সুযোগ করে দিয়েছেন গণঅভ্যুত্থানের বিজয় ধরে রাখার। কিন্তু চাই চাই করে গেলে আমরা সব হারাব এবং পরে আক্ষেপ করব। বিজয় ধরে রাখতে তাই সবার সম্মিলিত প্রয়াস প্রয়োজন।
শনিবার (২৮ ডিসেম্বর) রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশনের (কেআইবি) একটি অডিটোরিয়ামে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ (এফবিএস) আয়োজিত ঐক্য, সংস্কার, নির্বাচন শীর্ষক জাতীয় সংলাপে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ ও নব্বইয়ের এরশাদবিরোধী গণঅভ্যুত্থানে জনতার বিজয় রাজনৈতিক বাস্তবতায় বেহাত হয়ে গেলেও চব্বিশের ফ্যাসিবাদবিরোধী গণঅভ্যুত্থানের বিজয় নস্যাৎ হতে দেয়া যাবে না বলেও মন্তব্য করেন বিএনপির এ নেতা।
এ সময় নজরুল ইসলাম বলেন, ‘আমি জীবনভর অনেক আন্দোলন-সংগ্রামে অংশ নিয়েছি। বিজয়ী হয়েও বারবার হেরে গেছি। অনেক বিজয় এসেছিল, ধরে রাখতে পারিনি। এখন প্রশ্ন উঠেছে, দীর্ঘ দিনের গণতান্ত্রিক আন্দোলনে যারা শহীদ হয়েছেন, নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছেন, গুম হয়েছেন, কিংবা যারা চব্বিশের গণঅভ্যুত্থানে জীবন দিয়েছেন, পঙ্গু হয়েছেন তাদের আত্মত্যাগ ধরে রাখতে পারব তো?
প্রশাসনিক কর্মকর্তারা নানা দাবি-দাওয়া নিয়ে সারা দেশে হুলুস্থুল পরিস্থিতি তৈরি করেছেন উল্লেখ করে তিনি বলেন, ‘এখন সময় অভিযোগের না। এখন সময় সহযোগিতা করার। কোনো রাজনৈতিক দল, সামাজিক সংগঠন একা সব করে ফেলতে পারবে না। পরস্পর পরস্পরকে সহযোগিতা করতে হবে।’