২৯ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১, ২৬ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

১৩ বছর পর দেশে ফিরেছেন কায়কোবাদ

দেশে ফিরেছেন কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ - নয়া দিগন্ত

দীর্ঘ ১৩ বছর পর দেশে ফিরছেন কুমিল্লা-৩ আসনের পাঁচবারের সাবেক সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।

শনিবার বেলা ১১টা ২০ মিনিটে সৌদি এয়ারলাইনসের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি অবতরণ করেন বলে জানান তার ছোট ভাই কাজী শাহ আরেফিন।

এ সময় রাজনৈতিক নেতাকর্মী ও পরিবারের সদস্যরা তাকে বরণ করে নেন।

ফ্যাসিবাদী সরকারের মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলার শিকার হয়ে দীর্ঘ ১৩ বছর দেশের বাইরে নির্বাসিত ছিলেন কায়কোবাদ।

কায়কোবাদের এই স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে বিমানবন্দর এলাকায় হাজার হাজার নেতাকর্মী ও মুরাদনগরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ঢল নামে। তাকে স্বাগত জানাতে মুরাদনগর উপজেলা থেকে চার শ’ বাস ও দুই সহস্রাধিক মাইক্রোবাসের মাধ্যমে লোকজন ঢাকায় এসেছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।


আরো সংবাদ



premium cement