২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১, ২৫ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

জাতীয় নাগরিক কমিটি রাজনৈতিক প্ল্যাটফর্ম নয়, হবেও না : সারজিস

বক্তব্য দিচ্ছেন সারজিস আলম - ছবি : ইউএনবি

জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেছেন, জাতীয় নাগরিক কমিটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি দায়িত্ব নিয়েছে মাত্র। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বা জাতীয় নাগরিক কমিটি কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম নয়, আগামীতেও হবে না।

শুক্রবার (২৭ ডিসেম্বর) দুপুরে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামের হলরুমে জাতীয় নাগরিক কমিটির মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, ‘আগামীর বাংলাদেশে যে সরকারই আসুক, জবাবদিহিতায় জাতীয় নাগরিক কমিটি প্রেসার ক্রিয়েট গ্রুপ (চাপ সৃষ্টিকারী দল) হিসেবে কাজ করবে। আগামীর বাংলাদেশে লিডারশিপ (নেতৃত্ব) তৈরির কাজ করবে জাতীয় নাগরিক কমিটি।’

তিনি বলেন, গত ১৬ বছরে শেখ হাসিনা স্বৈরাচার প্রতিষ্ঠা করতে গিয়ে লিডাশিপ ধ্বংস করেছে। আর এতে ১৬ বছরে বাংলাদেশে কোনো লিডার তৈরি হয়নি, তৈরি হয়েছে শেখ হাসিনার দাস আর দালাল, কিংবা আমাদের মতো কিছু নীরব দর্শক যারা চুপচাপ সবকিছু সয়ে গেছে। আমি মনে করি, আগামীর বাংলাদেশের যে প্রতিষ্ঠানগুলো করেছে সেগুলোর যদি উন্নয়ন করতে চাই, তাহলে আগে আমাদের লিডার (নেতা) তৈরি করতে হবে। তাই আমরা আমাদের জায়গা থেকে মনে করি, আগামীর বাংলাদেশে লিডারশিপ তৈরি করা প্রয়োজন।’

‘এই লিডারশিপ শুধু রাজনৈতিক লিডারশিপ হবে সেটা নয়, প্রত্যেকটি ক্ষেত্রেই আমাদের লিডার প্রয়োজন। আর এই লিডার তৈরির কাজটি করবে আমাদের জাতীয় নাগরিক কমিটি।’

তিনি আরো বলেন, ‘আগামী দুই মাসের মধ্যে একাধিক রাজনৈতিক দল গড়ে উঠবে। কিন্তু জাতীয় নাগরিক কমিটি রাজনৈতিক দল হবে না।’

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম এই সংগঠক বলেন, ‘শেখ হাসিনা গত ১৬ বছরে কিছু অবকাঠামো দিয়ে বাংলাদেশের যে উন্নতি দেখিয়েছে, তার ভেতরে ভেতরে যতগুলো অপকর্ম করা যায় সেগুলো করেছেন। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে তদবিরের মধ্যেই কাজ হতো। আমরা শুদ্ধি অভিযান শুরু করতে চাই; তদবিরে বিশ্বাস করি না।’

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement
আজারবাইজানি বিমান বিধ্বস্তের আগে ইউক্রেন ড্রোন হামলা চালাচ্ছিল ব্রাজিলে সেতু ধসে নিহত বেড়ে ১০ দূষিত শহরের তালিকায় বিশ্বে দ্বিতীয় ঢাকা ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবরের প্রতিবাদ আইএসপিআরের সপ্তাহের মাঝামাঝি সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা কমতে পারে সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশে সীমাবদ্ধতা নিয়ে যা জানালো সরকার পার্বত্য চট্টগ্রামের ভূমি সমস্যার সমাধানে উদ্যোগ নেয়া হয়েছে পরকীয়া প্রেমিকের ধর্ষণের শিকার ইউপি সদস্যের মৃত্যু, গ্রেফতার ১ ১৩ বছর পর দেশে ফিরেছেন কায়কোবাদ অর্থপাচারের ফাইল নষ্ট করতেই সচিবালয়ে আগুন দেয়া হয়েছে : রিজভী সিলেট সীমান্তে ভারতীয়র গুলিতে দু’দিনে ২ বাংলাদেশী নিহত

সকল