২৫ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১, ২২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

স্ত্রীসহ বিজিবির সাবেক ডিজি মইনুলকে বিমানবন্দর থেকে ফেরত

বিজিবির সাবেক ডিজি মইনুল - সংগৃহীত

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সাবেক মহাপরিচালক (ডিজি) লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো: মইনুল ইসলাম ও তার স্ত্রীকে বিদেশে যেতে দেয়া হয়নি।

পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) প্রধান মো: গোলাম রসুল জানান, কানাডার টরেন্টো যাওয়ার জন্য আজ মঙ্গলবার তারা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়েছিলেন।

তিনি বলেন, সরকার বিডিআর (বর্তমানে বর্ডার গার্ড বাংলাদেশ) হত্যাকাণ্ডের ঘটনা পুনতদন্তে এই বাহিনীর সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) এ এল এম ফজলুর রহমানকে প্রধান করে ৭ সদস্যের তদন্ত কমিশন গঠন করেছে। এই তদন্ত কমিশনের সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদ করবে। এজন্য তাকে বিদেশে যেতে দেয়া হয়নি। তাদের তথ্য দিয়ে তিনি সহযোগিতা করবেন। তাকে আটক করা হয়নি।

২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি বিডিআর বিদ্রোহ ও পিলখানায় নৃশংস হত্যাযজ্ঞে ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন। এর ৪৮ ঘণ্টা পর বাহিনীটির মহাপরিচালকের দায়িত্ব পান মইনুল ইসলাম। ২৫ ও ২৬ ফেব্রুয়ারির ওই রক্তাক্ত বিদ্রোহের পর সীমান্তরক্ষা বাহিনীর নাম বদলে যায়, পরিবর্তন আসে পোশাকেও। বিডিআর বা বাংলাদেশ রাইফেলস থেকে পরিবর্তিত হয়ে এই বাহিনীর নাম এখন বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি।
সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement