আ’লীগের মতো অপকর্ম করব না, বাংলাদেশ গড়ব : পিন্টু
- অনলাইন প্রতিবেদক
- ২৪ ডিসেম্বর ২০২৪, ১৮:৩৯
আমরা আওয়ামী লীগের মতো অপকর্ম করব না, বাংলাদেশকে গড়তে চাই বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু। তিনি বলেন, আমার কারামুক্তির জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে যারা শরিক হয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।
আব্দুস সালাম পিন্টু অভিযোগ করে বলেন, ‘আমার মায়ের মৃত্যুতে অনুমতি থাকা সত্ত্বেও আমাকে জানাজায় যেতে দেয়া হয়নি।’
বিএনপির নাম ভাঙ্গিয়ে কেউ যেন অপকর্ম করতে না পারে সেই বিষয়ে সবাইকে সতর্ক করে থাকার আহ্বান জানান তিনি।
এ সময় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, শামিমুর রহমান শামীমসহ দলের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।