২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

হাসিনাকে বিচারের মুখোমুখি করা অন্তর্বর্তী সরকারের দায়িত্ব : সাকি

গণসংলাপ অনুষ্ঠানে জোনায়েদ সাকি - ছবি : সংগৃহীত

হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা অন্তর্বর্তী সরকারের দায়িত্ব বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। তিনি বলেন, সরকারের সকল কাজে যে দেশের মানুষ সন্তুষ্ট হবে এমনটা কিন্তু নয়। আমাদের বুঝতে হবে কোন পরিস্থিতিতে এ সরকার ক্ষমতায় এসেছে। এছাড়া অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমাদের প্রত্যাশা অনেক।

সোমবার (২৩ ডিসেম্বর) বিকেলে সিলেট মহানগরের কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদে রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরে নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার গণসংলাপ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

জোনায়েদ সাকি বলেন, ‘বাংলাদেশের মানুষ এখন ন্যায় বিচার চায়। আশা করি, অন্তর্বর্তী সরকার ন্যায় বিচারের কাজটি করবেন।’

তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকার বলেছে ২০২৬ সালের জানুয়ারিতে নির্বাচন হবে। তবে নির্বাচনের আগে অংশীজনদের সাথে আলোচনা করতে হবে। ইতোমধ্যেই অনেকের সাথে আলোচনা হয়েছে। নির্বাচনের আগে ও পরে কি কি সংস্কার প্রয়োজন সেটি দেখতে হবে।’

তিনি আরো বলেন, ‘অভ্যুত্থানের রায় একটি ন্যূনতম রাজনৈতিক ব্যবস্থা। এছাড়া আইন নিজের হাতে তুলে নেয়াটা কোনো অবস্থাতেই যুক্তিসঙ্গত কাজ নয়। মুক্তিযোদ্ধাকে অসম্মান করা কোনোভাবেই কাম্য নয়। যারা এ কাজ করেছে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে তাদের আইনের আওতায় আনতে হবে।’

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী বলেন, ‘এসব বিষয়ে সরকারকে কঠোর অবস্থানে যেতে হবে।’

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement