উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে আজ রাষ্ট্রীয় শোক
- নয়া দিগন্ত অনলাইন
- ২৩ ডিসেম্বর ২০২৪, ১১:৩৯
অন্তর্বর্তী সরকারের ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফের মৃত্যুতে আজ সোমবার দেশজুড়ে রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে।
সোমবার সকাল সাড়ে ১০টায় তাকে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়।
মন্ত্রিপরিষদ সচিব শেখ আবদুর রশীদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে আজ তার দাফন সম্পন্নের কথা জানানো হয়।
রাষ্ট্রীয় শোক পালন উপলক্ষে দেশের সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।
এছাড়া দেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।
গত ২০ ডিসেম্বর উপদেষ্টা এ এফ হাসান আরিফ (৮৩) নিজ বাড়িতে অচেতন হয় পড়লে তাকে ঢাকার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনি হার্ট অ্যাটাক করেছেন বলে হাসাপাতাল থেকে জানানো হয়। পরে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
সূত্র : বিবিসি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা