২০২৫ সালের মধ্যে নির্বাচন চায় বিএনপি ও সমমনারা
- নয়া দিগন্ত অনলাইন
- ২১ ডিসেম্বর ২০২৪, ২২:০৪
২০২৫ সালের মধ্যেই নির্বাচন অনুষ্ঠানের পক্ষে মত দিয়েছেন বিএনপি ও সমমনা দলের শীর্ষ নেতারা। তারা মনে করেন, ২০২৫ সালের মধ্যে নির্বাচন আদায় করতে না পারলে নানা কারণে তা আরো বিলম্বিত হতে পারে। সেজন্য অন্তর্বর্তী সরকারের সাথে সার্বিক সহযোগিতার ভিত্তিতে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যা যা করা দরকার, তারা তা করবেন বলেও মত ব্যক্ত করেন।
শনিবার বিকালে ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট ও বাংলাদেশ লেবার পার্টির সাথে পৃথকভাবে রাজধানীর গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির লিয়াজোঁ কমিটির বৈঠকে এমন মতামত দেন নেতারা।
বৈঠকে বিএনপির পক্ষ থেকে জোট নেতাদের নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি না করে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়। একইসাথে তাদের জানানো হয়, নির্বাচন নিয়ে তাদের মতামত বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে আলোচনা করা হবে। নির্বাচন ইস্যুতে বিএনপির অবস্থান আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করে তুলে ধরা হবে।
বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ১২ দলীয় জোট নেতাদের সাথে আমরা আলোচনা করেছি। সমমনা জোটসহ আরো যারা আছে, তাদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে। তারপর আমরা আপনাদের সিদ্ধান্ত জানাব।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা