হাসান আরিফের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শোক
- নয়া দিগন্ত অনলাইন
- ২০ ডিসেম্বর ২০২৪, ১৯:৩৮, আপডেট: ২০ ডিসেম্বর ২০২৪, ২০:২৮
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন।
এক শোকবার্তায় রাষ্ট্রপতি বলেন, ‘তার মৃত্যু বাংলাদেশের জন্য এক অপূরণীয় ক্ষতি।’
রাষ্ট্রপতি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
হৃদরোগে আক্রান্ত হয়ে শুক্রবার বেলা ৩টা ১০ মিনিটে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে হাসান আরিফের মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৮৫ বছর।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়য়ের সিনিয়র তথ্য অফিসার মাহবুবুর রহমান তুহিন এ তথ্য নিশ্চিত করেন।
সিনিয়র তথ্য অফিসার মাহবুবুর রহমান জানান, শুক্রবার এশার নামাজের পর ধানমন্ডি সাত নম্বর বায়তুল আমান মসজিদে উপদেষ্টা এ এফ হাসান আরিফের জানাজা অনুষ্ঠিত হবে। এছাড়া আগামীকাল বেলা ১১টায় হাইকোর্ট প্রাঙ্গণে জানাজা অনুষ্ঠিত হবে।
এদিকে উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
শুক্রবার বিকেলে দুবাই থেকে ঢাকায় পৌঁছালে প্রধান উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুর খবর পান।
এক শোকবার্তায় অধ্যাপক ইউনূস বলেন, 'তার আকস্মিক মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। উপদেষ্টা হাসান আরিফ একজন শীর্ষ আইনজীবী ছিলেন, যিনি অন্তর্বর্তী সরকারে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।’
তিনি তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও অ্যাটর্নি জেনারেল হিসেবে হাসান আরিফের কয়েক দশকের জনসেবার কথা স্মরণ করেন।
তিনি বলেন, ‘তাকে স্মরণ করা হবে একজন মেধাবী আইনজীবী হিসেবে। ভিন্নমতাবলম্বী, প্রতিবাদী কণ্ঠস্বর ও সমাজের প্রান্তিক মানুষের মানবাধিকার রক্ষায় তার আইনি সক্রিয়তার জন্যও তিনি স্মরণীয় হয়ে থাকবেন।’
তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
দেশে পৌঁছে তার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে যান প্রধান উপদেষ্টা।
সূত্র : ইউএনবি