২০ ডিসেম্বর ২০২৪, ৫ পৌষ ১৪৩১, ১৭ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ইসলামি আদর্শে আধুনিক বাংলাদেশ গড়ে তুলতে চাই : রফিকুল ইসলাম

সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা রফিকুল ইসলাম খান - ছবি : নয়া দিগন্ত

ইসলামি আদর্শে আধুনিক বাংলাদেশ গড়ার আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। তিনি বলেন, আমরা দেশবাসীকে কথা দিচ্ছি, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত একটি স্বপ্নের মতো সুন্দর বাংলাদেশ উপহার দেবো।

শুক্রবার (২০ ডিসেম্বর) দুপুরে ঢাকা মহানগরী দক্ষিণের পেশাজীবী বিভাগের উদ্যোগে আয়োজিত সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রফিকুল ইসলাম খান বলেন, ‘আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশের ৫৬ হাজার বর্গ মাইলের এ ভূখণ্ড জীবন দিয়ে হলেও আমরা জামায়াতের সদস্যরা রক্ষা করব সেই প্রতিশ্রুতি দিচ্ছি। আগামী দিনে একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে জামায়াতে ইসলামীকে সমর্থন দিতে দেশবাসীকেও আমরা আহ্বান জানাচ্ছি। ভিন্ন ধর্মের অনুসারী ভাইদের বলি, আমরা এদেশে কোনো সংখ্যালঘু আছে এমন কিছু মনে করি না। আমরা সকলেই এদেশের বৈধ নাগরিক হিসেবে স্বাধীনতার সুফল উপভোগ করতে চাই।’

তিনি বলেন, ‘বর্তমান অন্তবর্তী সরকারের কাছে অনুরোধ জানাতে চাই, অবিলম্বে ফ্যাসিবাদের দোসরদের চিহ্নিত করে রাষ্ট্রীয় সব দায়িত্ব থেকে তাদের অব্যাহতি দিতে হবে। সকল দোসরদের বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে জাতিকে কলঙ্কমুক্ত করতে হবে। আর দেশে যারা সৎ, নিষ্ঠাবান ও বঞ্চিত অফিসার আছেন, দায়িত্ব পালনে সক্ষম আছেন তাদেরকে শিগগিরই যথাযথ সম্মান দিয়ে রাষ্ট্রীয় দায়িত্ব পালনের সুযোগ করে দেন। সেইসাথে দাবি জানাতে চাই, শিগগির নতুন ভোটার তালিকা তৈরির ব্যবস্থা নিতে হবে। নির্বাচন কমিশন অফিস হতে বলা হয়েছে, উপজেলা নির্বাচন অফিসে গিয়ে ভোটার হতে হবে। তাদের দিকে প্রশ্ন ছুঁড়ে রফিকুল ইসলাম খান বলেন, ‘সরকারি অফিসে বসে তাহলে আপনাদের কাজটা কি? গত ফ্যাসিস্ট সরকারের সময়ে প্রায় দু’ কোটি ভুয়া ভোটার বানানো হয়েছে। নির্বাচন কমিশনাররা আপনাদের দায়িত্ব সম্পর্কে এখনই সচেতন হোন নচেৎ মানুষ আপনাদের ধিক্কার জানাবে। সামনে সঠিক জনমত প্রকাশের স্বার্থে নতুন ভোটার তালিকা করতে হবে। আমরা প্রত্যাশা করি, আগামী দিনে এ বাংলাদেশ হবে ইসলামী আদর্শের আলোকে সত্যিকার আধুনিক বাংলাদেশ।’

তিনি আরো বলেন, ‘জামায়াতে ইসলামী বিশ্বাস করে আদর্শ রাষ্ট্র বিনির্মাণের জন্য আদর্শ মানুষ প্রয়োজন। তাই জামায়াতে ইসলামী প্রতিষ্ঠাকাল থেকেই আদর্শ মানুষ তৈরির কাজ করছে। আগামীতে জামায়াতে ইসলামী রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে সেই ধারা অব্যাহত থাকবে। জামায়াতে ইসলামী ক্ষমতা চায় না, চায় দেশে ইসলাম প্রতিষ্ঠা হোক। ইসলাম প্রতিষ্ঠা হলেই বাংলাদেশ সত্যিকার অর্থে সুখী সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে উঠবে।’

কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদের সভাপতিত্বে পেশাজীবী সদস্য সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির আব্দুস সবুর ফকির, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ড. আব্দুল মান্নান, ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট এস এম কামাল উদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের পেশাজীবী নেতারা।

সভাপতির বক্তব্যে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, ‘দেশ, জাতি ও সমাজের কল্যাণে জামায়াতের সদস্যরা বলিষ্ঠ ভূমিকা পালন করবে সেই প্রতিশ্রুতি আমরা দিচ্ছি। বিগত জুলাই বিপ্লবে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি, সেই দেশ নিয়ে আর যেন কেউ ষড়যন্ত্র করতে না পারে সেজন্য আমরা সোচ্চার ভূমিকা পালন করব দৃঢ় কণ্ঠে তা ঘোষণা করছি। দেশ ও জাতির কল্যাণে আমাদের পেশাজীবীরা হবেন সবার আদর্শের কেন্দ্রবিন্দু। এদেশে ইসলামী আদর্শের বিজয়কে ত্বরান্বিত করতে এবং ছাত্র-জনতা যে কারণে জীবন দিয়েছেন সেই বাংলাদেশ গঠনে আমরা অবশ্যই ভূমিকা রাখব। এ বাংলাদেশে আর কোনো নতুন স্বৈরাচারের উত্থান আমরা হতে দেবো না।’

প্রেস বিজ্ঞপ্তি


আরো সংবাদ



premium cement
উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে তারেক রহমানের শোক এবার বনশ্রীর আবাসিক ভবনে আগুন ফ্যাসিবাদের বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনের ডাক নাহিদের কোরআন-সুন্নাহর মাধ্যমেই শান্তির সমাজ বিনির্মাণ সম্ভব : জামায়াত আমির উপদেষ্টা হাসান আরিফের প্রথম জানাজা সম্পন্ন আল-আজহার শিক্ষার্থীদের যে আহ্বান জানালেন ড. ইউনূস নেতৃত্বের পরীক্ষায় পাশ লিটন দাস ‘জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের তালিকা পরবর্তী ক্যাবিনেটে পাঠানো হবে’ সা’দপন্থীদের নিষিদ্ধ ও হামলার প্রতিবাদে বিভিন্ন স্থানে বিক্ষোভ নাইজেরিয়ায় উৎসবে পদদলিত হয়ে নিহত বেড়ে ৩৫ শুল্ক এড়াতে ইইউকে যুক্তরাষ্ট্রের তেল-গ্যাস কিনতে হবে : ট্রাম্প

সকল