নতুন সভ্যতা গড়তে সামাজিক ব্যবসায় সম্পৃক্ত হওয়ার আহ্বান মুহাম্মদ ইউনূসের
- নয়া দিগন্ত অনলাইন
- ১৯ ডিসেম্বর ২০২৪, ২২:৪৮
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেছেন, ব্যবসাকে শুধু সম্পদ গড়ে তোলার মাধ্যম হিসেবে না দেখে এটি যেন মানুষের জীবনে ইতিবাচক প্রভাব ফেলে সেভাবে রূপান্তরিত করতে হবে।
একটি নতুন সভ্যতা গড়ে তুলতে উদ্যোক্তাদের সামাজিক ব্যবসায় সম্পৃক্ত হওয়ার তাগিদ দেন তিনি।।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস- এর খবরে জানানো হয়েছে, মিসরের রাজধানী কায়রোতে একাদশ ডি-এইট শীর্ষ সম্মেলনে ভাষণ দেয়ার সময় প্রধান উপদেষ্টা এ কথা বলেন।
তিনি বলেন, কর্মসংস্থান ধরন যেভাবে দ্রুত বিকশিত হচ্ছে, তার সাথে তাল মেলাতে ডি-এইট দেশগুলোকে তাদের ছেলে-মেয়েদের জন্য নতুন ধরনের ‘শিক্ষা’ উদ্ভাবন করতে হবে, যাতে তারা অর্থনীতিকে নেতৃত্ব দিতে পারে।
উদ্যোক্তাদের জন্য উচ্চতর শিক্ষার গুরুত্ব নিয়েও কথা বলেন মুহাম্মদ ইউনূস।
সূত্র : বিবিসি