১৯ ডিসেম্বর ২০২৪, ৪ পৌষ ১৪৩১, ১৬ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
জামালপুরে জনসভায় জনতার ঢল

শান্তি ও সমৃদ্ধির বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার বিএনপির

জামালপুরে বিএনপির জনসভায় জনতার ঢল - ছবি : নয়া দিগন্ত

সকালের সূর্য কুয়াশা ভেদ করে আলো ছড়ানোর আগেই মিছিল আর স্লোগানে মুখরিত করে তোলা হয় শহর এলাকা। মূল অনুষ্ঠান শুরু হতে তখনো অনেক সময় বাকি। এর আগেই লোকে লোকারণ্য দেওয়ানগঞ্জ সরকারি হাই স্কুল মাঠ। দীর্ঘদিন পর ডর-ভয়হীনভাবে রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিতে পেরে সবার মুখে তৃপ্তির হাসি। বেলা বাড়ার সাথে সাথে উৎফুল্ল জনতার সব মোহনা যেন স্কুল মাঠ। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) জামালপুরের দেওয়ানগঞ্জ সরকারি হাইস্কুল মাঠে এমন চিত্রই ফুটে ওঠে।

জনসভার আয়োজন করে দেওয়ানগঞ্জ ও বকশিগঞ্জ উপজেলা, পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন।

সমাবেশ কেন্দ্র করে এদিন দেওয়ানগঞ্জের আশপাশের এলাকায় খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসতে দেখা যায়। সকাল থেকেই জেলার বিভিন্ন উপজেলা ও থানা থেকে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনে নেতাকর্মীরা রঙ-বেরঙের টি-শার্ট, ক্যাপ পরে নেতাদের ছবি সম্বলিত প্ল্যাকার্ড-ফেস্টুন নিয়ে সমাবেশে আসেন। মিছিল থেকে নেতাকর্মীরা ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পালিয়ে যাওয়া শেখ হাসিনাসহ তার দোসরদের বিচারের দাবি জানান। উপজেলার বিভিন্ন সড়কে গণহত্যার শেখ হাসিনার বিচারের দাবিতে নানা বিলবোর্ড ও ব্যানার টানানো হয়।

দুপুর ২টায় সমাবেশ শুরুর কথা থাকলেও দুপুর ১টার দিকে সমাবেশ শুরু হয়। সন্ধ্যা সোয়া ৫টায় সমাবেশ শেষ হয়। সমাবেশে শেষে মাগরিবের নামাজের বিরতি দেয়া হয়। রাতে জনপ্রিয় সংগীত শিল্পী ইথুন বাবুর পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বিশেষ অতিথি ছিলেন বিএনপি যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল। এছাড়াও বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য এ এস এম আব্দুল হালিমসহ বিএনপির কেন্দ্রীয় এবং স্থানীয় নেতারা।

আগামীতে শান্তি ও সমৃদ্ধির বাংলাদেশ গড়ে তোলার জন্য দলের অঙ্গীকারের কথা তুলে ধরেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। উপস্থিত জনতার উদ্দেশে তিনি বলেন, ‘আমরা একসাথে থাকতে চাই। সুখি হতে চাই, শান্তিতে থাকতে চাই। তাই আজ আমাদের অঙ্গীকার হোক- আমরা একসাথে ছিলাম, একসাথে থাকব। আগামীতে সমৃদ্ধির বাংলাদেশ গড়ব।’

তিনি বলেন, ‘হাবিবুন নবীর বিরুদ্ধে ৪৬০টি মামলা, এই যে অত্যাচার, মিথ্যা মামলা, শুধু কি তাই? আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে কারাগারে নেয়া হয়েছিল। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধেও মামলা দিয়েছিল স্বৈরাচার। পুলিশ আর মামলাকারীদের টাকা দিতেই নিঃস্ব হয়েছেন অনেকে। আমাদের এমন কোনো নেতা নেই, যার নামে মিথ্যা মামলা হয়নি। এগুলো শুধু কি ইতিহাস?’

তিনি বলেন, ‘এখন সকলে মুক্তি চায়, পরিবর্তন চায়। যেমন পেয়েছিলেন জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আমলে। সবাই এখন গণতন্ত্র চায়।’

বিএনপির সিনিয়র এ নেতা বলেন, ‘হাসিনার স্বৈরাচারের পতন হয়েছে কিন্তু এখনো গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়নি। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা তখনই হবে, যখন ভোট দিয়ে জনগণ তার জনপ্রতিনিধি নির্বাচিত করতে পারবে। নির্বাচিত জনপ্রতিনিধিরাই জনগণের হয়ে কাজ করবে।’

নজরুল ইসলাম খান বলেন, ‘বিএনপি কখনো পালিয়ে যায় না। তাই মানুষ বিএনপিকে ভালোবাসে। তাই জনগণের আকাঙ্ক্ষা নিয়ে কাজ করতে হবে। সেটিকে বাস্তবায়ন করতে হবে। আমরা ক্ষমতা নয় দায়িত্ব নিতে চাই। আমরা গুম হওয়া, খুন হওয়া, মামলায় জর্জরিত মানুষের ও কৃষকের ন্যায্যমূল্য দিতে কাজ করতে চাই, তাই আমরা দায়িত্ব নিতে চাই।’

শেখ হাসিনার কী অপরাধ জানালেন সোহেল
‘আমি কি এমন করেছি, আমাকে দেশ ছাড়তে হলো’- শেখ হাসিনার এমন বক্তব্যের জবাবে বিএনপি যুগ্ম মহাসচিব হাবীব উন নবী খান সোহেল বলেন, ‘এক-এগারোর সময় বেগম খালেদা জিয়া আপনার মুক্তির জন্য বিবৃতি দিয়েছেন, আর আপনি? ক্ষমতা এসে তার বাড়ি কেড়ে নিলেন। এক কাপড়ে তার স্মৃতিবিজড়িত বাড়ি থেকে বের করে দিলেন।’

তিনি বলেন, ‘আমরা তো কোনো আন্ডারগ্রাউন্ড পার্টি করি না, এখনো যদি ফেয়ার নির্বাচন হয় ব্যালট বক্সে ধানের ভোটের অভাব হবে না।
কিন্তু আপনি (শেখ হাসিনা) গেল ১৫ বছর কী করেছেন? আমরা রাজনীতি করি আমাদেরকে গ্রেফতার, আটক করবেন। কিন্তু আমাদের পরিবারের, ভাইকে কেন গ্রেফতার আটক করতেন? এর কী জবাব দিবেন শেখ হাসিনা?’

সোহেল বলেন, ‘যারা আমাদের গর্বের সেনাবাহিনীর ৫৭ জন কর্মকর্তাকে হত্যা করেছে, অথচ হত্যাকারীদের সাথে আপনি ঘণ্টার পর ঘণ্টা চায়ের আড্ডায় কাটিয়েছেন। আপনি তাদেরকে জিজ্ঞেস করেন কি অপরাধ করেছেন? ৫৭ জন সেনা অফিসারদের সন্তানদের জিজ্ঞাস করুন আপনি কি অপরাধ করেছেন? শাপলা চত্বরে পাখির মতো মানুষ হত্যা করেছেন। এর কী জবাব দেবেন? ক্ষমতায় থাকার জন্য ১৫ দিনে ১৫০০ মানুষকে হত্যা করেছেন। পাখির মতো গুলি করে হত্যা করেছেন আবু সাঈদ-মুগ্ধদের। তাদের বাবা-মাকে জিজ্ঞেস করুন আপনি কি অপরাধ করেছেন?’

‘আপনি (শেখ হাসিনা) আপনার বাবার হত্যার বিচার করেছেন, এটা প্রশ্ন নেই। গত ১৫ বছরে যাদের বাবাকে হত্যা করেছেন তার সন্তানদের কাছে কি তিনি বাবা নন? বলেন, এখন আপনার কী হওয়া উচিত? হাজার হাজার মানুষ হত্যা করেছেন শেখ হাসিনা, আপনার কি হওয়া উচিত?’- সোহেলের এমন প্রশ্নে উপস্থিত জনতা সমস্বরে বলে উঠে ‘ফাঁসি’, ‘শেখ হাসিনার ফাঁসি চাই’।

সোহেল বলেন, ‘পৃথিবীর কেউ হাসিনাকে জায়গা দিললো না। জায়গা দিলেন মোদি। বাংলাদেশে এখন যা হবে তার সব দায়ভার ভারতকে নিতে হবে। ভারত শুধু হাসিনাকে নিয়েই যায়নি, তার পক্ষে অবস্থান নিয়ে বাংলাদেশের ষড়যন্ত্র ও অপপ্রচার করে যাচ্ছে।’

নির্বাচনের প্রস্ততি নিতে বললেন প্রিন্স
বিএনপির আরেক যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, ‘আগামী নির্বাচনের জন্য প্রস্ততির জন্য আমি আহ্বান জানাচ্ছি। ধানের শীষে ভোট চাওয়ার জন্য অনুরোধ করছি।’

তিনি বলেন, ‘আমাদের নেতা তারেক রহমান ঘোষিত ৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দেয়ার জন্য আহ্বান জানাচ্ছি।’

সভাপতির বক্তব্যে বিএনপি কোষাধ্যক্ষ রশিদুজ্জামান মিল্লাত বলেন, ‘আমাদের মধ্যে কিছু বিভেদ থাকতে পারে কিন্তু বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্ব আমরা সবাই ঐক্যবদ্ধ, আমরা সবাই এক। আগামীতেও ঐক্যবদ্ধ থাকব।’

ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের এবং তাদের পরিবারের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, ‘আমাদের জামালপুর ১৭ জন শহীদ হয়েছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা শহীদদের পরিবারের পাশে আছি। আগামীতে জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় গেলে জেলার গুরুত্বপূর্ণ স্থাপনার নামকরণ করা হবে তাদের নামে।’


আরো সংবাদ



premium cement
নতুন সভ্যতা গড়তে সামাজিক ব্যবসায় সম্পৃক্ত হওয়ার আহ্বান মুহাম্মদ ইউনূসের সাংবাদিক এ টি এম তুরাব হত্যা, এডিসি দস্তগীর ৫ দিনের রিমান্ডে পূরণ হলো ভারত-পাকিস্তানের চাওয়া, হাইব্রিড মডেলই শেষ ভরসা দেশ গঠনে জামায়াতের দায়িত্বশীলদের নিরলসভাবে কাজ করার আহ্বান সিএফমোটো বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ করল তাদের ফ্ল্যাগশিপ ৩০০ সিসি’র স্পোর্টস বাইক লোহাগাড়ায় সাংবাদিক পিটিয়ে থানায় খোশগল্পে আ’লীগ নেতা টঙ্গীতে তাবলিগ জামাতের সংঘর্ঘের ঘটনায় মামলা জুলাই বিপ্লবের যোদ্ধাদের ওপর হামলার প্রতিবাদে এনএসইউতে অবস্থান কর্মসূচি ৩ বাংলাদেশীকে বিএসএফের হত্যার প্রতিবাদ ছাত্রশিবিরের ডেঙ্গুতে আরো একজনের মৃত্যু, হাসপাতালে ২৩৬ কেরানীগঞ্জে খেলনা পিস্তল নিয়ে ব্যাংকে ঢুকেছিল ডাকাতরা

সকল