১৯ ডিসেম্বর ২০২৪, ৪ পৌষ ১৪৩১, ১৬ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

‘গোষ্ঠী বিশেষ পরিকল্পিতভাবে বস্তিবাসীর ওপর অত্যাচার চালাচ্ছে’

কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের মোহাম্মদ সেলিম উদ্দিন - সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, ‘গোষ্ঠী বিশেষ পরিকল্পিতভাবে বস্তিবাসীর ওপর অত্যাচার চালিয়ে এসেছে। সে ধারাবাহিকতায় কড়াইল বস্তিতে বারবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কিন্তু এসব অগ্নিকাণ্ড কোনো দুর্ঘটনা নয়, বরং সবগুলো ছিল রহস্যজনক।’

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ভোরে রাজধানীর গুলশানের কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের সময় তিনি এ কথা বলেন।

তিনি অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠন করে দোষীদের বিচারের আওতায় আনার আহ্বান জানান। এ কাজে ব্যর্থ হলে সরকারের কার্যকারিতাই প্রশ্নবিদ্ধ হয়ে পড়বে বলে তিনি উল্লেখ করেন।

সেলিম উদ্দিন বলেন, ‘গণমানুষের সব সমস্যা সমাধানের দায়িত্ব রাষ্ট্রের। কিন্তু দেশে কল্যাণ-রাষ্ট্র প্রতিষ্ঠিত না থাকায় নাগরিকরা রাষ্ট্রের কল্যাণ থেকে বঞ্চিত হচ্ছেন। জামায়াত একটি গণমুখী ও কল্যাণকামী রাজনৈতিক দল হিসেবে দেশ ও জাতির যেকোনো ক্রান্তিকালে অসহায় ও দুর্গত মানুষের পাশে থাকার সাধ্যমত চেষ্টা করেছে। কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডের পরও আমরা আমাদের সীমিত সামর্থ্য নিয়ে এগিয়ে এগিয়ে এসেছি। আমরা সাধ্যমত দুর্গতদের পুনর্বাসনেরও চেষ্টা করব। গণমানুষের জন্য আমাদের এই কল্যাণকামিতা আগামী দিনেও অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।’

তিনি অগ্নি-দুর্গতদের পাশে দাঁড়াতে সব রাজনৈতিক দলসহ সমাজের সামর্থ্যবান মানুষদের খোলা মন নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান।

তিনি বলেন, ‘রাজনীতি মানুষের জন্য- এ কথা বলেই রাজনীতিবিদদের দায়িত্ব শেষ করলে চলবে না। বরং তা বাস্তবে প্রমাণ করতে হবে। কোনো রাজনৈতিক দল মানুষের কল্যাণকামী সেদিকে সবাইকে খেয়াল রাখা উচিত। যারা কথা ও কাজের মধ্যে মিল রাখেন না তারা ধোঁকাবাজ। তাই ধোঁকাবাজদের সম্পর্কে সবাইকে সবসময় সতর্ক থাকতে হবে।’

জামায়াত কথায় নয় বরং কাজে বিশ্বাসী উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা অগ্নি-দুর্গতদের জন্য সব ধরনের সহযোগিতা দেবো এবং তাদের জন্য গৃহনির্মাণের চিন্তাও আমাদের রয়েছে। যাতে তারা বস্তি ছেড়ে স্বস্তিদায়ক পরিবেশে জীবন অতিবাহিত করতে পারেন।’

তিনি সুখী, সমৃদ্ধ ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার আন্দোলনে জামায়াতের হাতকে শক্তিশালী করতে সবার প্রতি আহ্বান জানান।

মহানগরী আমির অগ্নিদুর্গত এলাকা ঘুরে ঘুরে দেখেন এবং ক্ষতিগ্রস্তদের সাথে একান্তে কথা বলেন। তিনি তাদের ক্ষয়-ক্ষতি ও সমস্যার কথা মনোযোগ সহকারে শোনেন এবং জামায়াতের পক্ষ থেকে সম্ভব সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

এ সময় মহানগরী আমিরের সাথে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ইয়াছিন আরাফাত, গুলশান পশ্চিম থানা আমির মাহমুদুর রহমান আজাদ, থানা কর্মপরিষদ সদস্য আব্দুল্লাহ আল মামুন ও হেলাল উদ্দিন প্রমুখ।
প্রেস বিজ্ঞপ্তি


আরো সংবাদ



premium cement
আমতলীতে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ নলডাঙ্গায় চালককে কুপিয়ে ইজিবাইক ছিনতাই, ৬ ডাকাত গ্রেফতার ভারতের পার্লামেন্ট চত্বরে বিরোধীদের সাথে বিজেপির হাতাহাতি, ২ জন আইসিইউতে বরগুনায় পরকীয়ার জেরে গৃহবধূর আত্মহত্যা মৌলভীবাজারে স্বাধীনতার ৫৩ বছর পর খোলা মাঠে জামায়াতের কর্মী সম্মেলন, থাকছেন আমির বাংলাদেশী নাবিকদের ট্রানজিট ভিসা দেবে আমিরাত কেরানীগঞ্জে রূপালী ব্যাংকের ঘটনায় ৩ ডাকাতের আত্মসমর্পণ মাগুরায় প্রতিপক্ষের হামলায় যুবক নিহত ঢাকায় বাসগুলোর বায়ুদূষণে মানুষের অসুস্থতা-মৃত্যু : উপদেষ্টা আবু সাঈদকে নিয়ে কটূক্তি : পর্যালোচনা করে ব্যবস্থা নেবে কিশোরগঞ্জ জেলা প্রশাসন নতুন তিন মামলায় গ্রেফতার সাবেক এমপি আসাদ

সকল