১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১, ১৫ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

জুলাই অভ্যুত্থানে অংশ নেয়া শিক্ষার্থীদের গুপ্তহত্যার ঘটনায় ছাত্রশিবিরের উদ্বেগ

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের লোগো - ছবি : নয়া দিগন্ত

চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয় অংশগ্রহণকারী জসিম উদ্দিনকে ছুরিকাঘাতে হত্যা এবং সম্প্রতি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দু’শিক্ষার্থীকে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

বুধবার (১৮ ডিসেম্বর) বুধবার ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম এক যৌথ বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করেন।

বিবৃতিতে নেতারা দ্রুততম সময়ের মধ্যে এসব হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন এবং দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে সরকারের প্রতি আহ্বান জানান।

ছাত্রশিবির নেতারা বলেন, গতকাল রাতে জুলাই বিপ্লবের সহযোদ্ধা জসিম উদ্দিন এবং সম্প্রতি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের (এআইইউবি) শিক্ষার্থী মো: ওয়াজেদ সীমান্ত ও ইস্টওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী তাজবির হোসেন শিহান গুপ্তহত্যার শিকার হয়েছেন, যা অত্যন্ত উদ্বেগজনক।

বিবৃতিতে আরো বলা হয়, জুলাই আন্দোলনকে সফল গণঅভ্যুত্থানে পরিণত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং আন্দোলনে অংশগ্রহণকারীদের ওপর এই হত্যাকাণ্ড কোনো সাধারণ ঘটনা নয়। এগুলো পরিকল্পিত হত্যাকাণ্ড, যা দেশকে অস্থিতিশীল করতে গভীর ষড়যন্ত্রের অংশ বলে আমরা মনে করি।

সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে নেতারা বলেন, আন্দোলনের নেতৃত্বদানকারী ও অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বারবার হামলা ও হত্যার শিকার হচ্ছেন। অথচ তাদের নিরাপত্তার বিষয়ে সরকারের যথাযথ উদ্যোগ দৃষ্টিগোচর হচ্ছে না। যাদের ত্যাগের ফলে বাংলাদেশ স্বৈরাচারের শাসন থেকে মুক্তি পেয়েছে, তাদের প্রতি এমন অবহেলা অত্যন্ত দুঃখজনক। বর্তমান সরকারের এই নির্বিকার ও নির্লিপ্ত ভূমিকা দেশের পরিস্থিতিকে আরো সংকটময় করে তুলছে, যা আমাদের কাম্য নয়।

নেতারা আরো বলেন, এসব অশুভ শক্তির বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নিয়ে দ্রুততম সময়ে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করে দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে কর্তৃপক্ষের নিকট আহ্বান জানাচ্ছি।

প্রেস বিজ্ঞপ্তি


আরো সংবাদ



premium cement
চুয়াডাঙ্গার বিএনপি নেতাকে কুপিয়ে জখম খাদ্যকে সাংবিধানিক অধিকার হিসেবে স্বীকৃতি দেয়া দরকার : পানিসম্পদ উপদেষ্টা গণগত্যাসহ ১২ মামলার আসামি আ’লীগ নেতা সফিক ও তার স্ত্রী গ্রেফতার খুলনায় দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত গারনাচোর হাতে উঠল ফিফার পুসকাস অ্যাওয়ার্ড যশোরে ইছামতির পাশ থেকে আরো ১ যুবকের লাশ উদ্ধার মালয়েশিয়া বাংলাদেশকে সহায়তা অব্যাহত রাখবে : মন্ত্রী ম্যাক্রোঁর দামেস্কে কূটনীতিক পাঠানোর সিদ্ধান্তকে স্বাগত এরদোগানের মোদির পোস্ট ঘিরে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরল পররাষ্ট্র মন্ত্রণালয় আইরিশদের কণ্ঠস্বর স্তব্ধ করার ক্ষমতা ইসরাইলের নেই : ডাবলিন সরকার চিহ্নিত করবে কোনটা সংস্কার হবে, কোনটা হবে না : বদিউল আলম

সকল