১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১, ১৫ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

জামায়াতে ইসলামীর সাথে নেজামে ইসলাম পার্টির মতবিনিময়

- ছবি : সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাথে নেজামে ইসলাম পার্টির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১০টায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।

ডা. শফিকুর রহমান বলেন, ‘বাংলাদেশের জনগণ ইসলামী দলগুলোর মধ্যে ঐক্য কামনা করছে। বাংলাদেশের ইসলামী দলগুলোর মধ্যে ঐক্য প্রতিষ্ঠার আকাক্সক্ষা পূরণের ব্যবস্থা যেন আল্লাহ করে দেন এ দোয়াই করি।‘

আমিরে জামায়াত আরো বলেন, ‘বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির নেতৃবৃন্দ এ সংগঠনের প্রতিষ্ঠালগ্ন থেকেই এ দেশে ইসলামী আদর্শ প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে যাচ্ছেন। এখনো তারা ইসলামী আদর্শের ওপর অটল ও অবিচল আছেন এবং সামনে এগিয়ে যাচ্ছেন। জামায়াতে ইসলামী ও নেজামে ইসলাম পার্টি সবসময়েই পরস্পরের কাছাকাছি থেকে ইসলামী সমাজ প্রতিষ্ঠার কাজে সামনে এগিয়ে যাচ্ছে। জামায়াতে ইসলামী ও নেজামে ইসলাম পার্টি যার যার জায়গা থেকে ইসলামী দলগুলোর মধ্যে ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। মুসলিম উম্মাহর মধ্যে ঐক্য ও সংহতি প্রতিষ্ঠা এবং বাংলাদেশের ইসলামী দলগুলোর মধ্যে ঐক্য প্রতিষ্ঠার যে আকাক্সক্ষা লক্ষ্য করা যাচ্ছে তা পূরণ করার জন্য আল্লাহ আমাদের তাওফিক দান করুন। দেশের ছাত্র-জনতা বৈষম্যমুক্ত দেশ গড়ার যে আশা-আকাক্সক্ষা নিয়ে জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, আল্লাহ সে আশা-আকাক্সক্ষা পূরণ করার সুযোগ দান করুন।

বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির পক্ষে উপস্থিত ছিলেন আমির আল্লামা সারওয়ার কামাল আজিজী, সিনিয়র নায়েবে আমির মাওলানা আবদুল মাজেদ আতাহারী, মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার, যুগ্ম মহাসচিব মাওলানা মুস্তাফিজুর রহমান মাহমুদী ও মাওলানা ডা. ইলিয়াস খান, সাংগঠনিক সচিব হাফেজ মাওলানা আবু তাহের খান, দফতর সচিব মুফতী দ্বীনে আলম হারুনী, অর্থ সচিব হাজী আনোয়ারুল কবীর, সহকারী সাংগঠনিক সচিব মাওলানা ইনআমুল হক কুতুবী, শিল্প ও বাণিজ্য সচিব শাকিরুল হক খান, সদস্য সচিব বাংলাদেশ ইসলামী যুব সমাজ মুফতী আতিকুর রহমান সিদ্দিকী, মহাসচিব বাংলাদেশ ইসলামী ছাত্র সমাজ বিএম আমির জিহাদী।

জামায়াতে ইসলামীর পক্ষে উপস্থিত ছিলেন সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।

প্রেস বিজ্ঞপ্তি


আরো সংবাদ



premium cement
বাংলাদেশের চারপাশে বাঁধ তৈরি, ভারতের আন্তর্জাতিক নিয়ম লঙ্ঘন ন্যাটো পেলো ইউক্রেনে সামরিক সহায়তার দায়িত্ব খলিল জিবরানের দেশের দুঃখগাথা মিয়ানমারে ৯৬০ একর আফিম ক্ষেত ধ্বংস মৃত্যুহীন প্রাণ : শহীদ ইয়াহিয়া সিনওয়ার পিআর সিস্টেমের মাধ্যমে জাতীয় সরকার গঠন করতে চাই : চরমোনাই পীর হাসপাতালের রোগীদের ওপর গুলি চালিয়েছে ইসরাইলি স্নাইপাররা নিজাম হাজারীর ৮২ ব্যাংক হিসাবে ৫৪৮ কোটি টাকার সন্দেহজনক লেনদেন ভানুয়াতুতে ভূমিকম্পে ১৪ জনের মৃত্যু নিশ্চিত একীভূত হতে প্রাথমিক আলোচনায় হোন্ডা ও নিশান ‘অন্তর্ভুক্তিমূলক এবং সিরীয়দের নেতৃত্বে’ রাজনৈতিক প্রক্রিয়া বাস্তবায়নের আহ্বান জাতিসঙ্ঘের

সকল