১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১, ১৫ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

সাদপন্থীদের ইজতেমা নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা যা বললেন

স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জে. (অবসরপ্রাপ্ত) মো: জাহাঙ্গীর আলম চৌধুরী - ছবি - ইন্টারনেট

স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জে. (অবসরপ্রাপ্ত) মো: জাহাঙ্গীর আলম চৌধুরী আজ বুধবার বলেছেন, সাদপন্থীরা এবার ইজতেমা করতে পারবে কি না, তা নিয়ে বিবাদমান গ্রুপগুলো আলোচনা করছে এবং সরকার চায় তারা আলোচনা করেই সিদ্ধান্ত নিক।

এছাড়া ইজতেমা মাঠ এলাকায় সংঘর্ষে নিহত চারজনের ঘটনায় মামলা হচ্ছে এবং হত্যার সাথে জড়িতরা ছাড় পাবে না বলেও জানান তিনি।

ইজতেমা মাঠ এলাকায় সংঘর্ষের পর বিভিন্ন পক্ষকে নিয়ে বৈঠকের পর প্রেস ব্রিফিংয়ে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এর আগে ওই একই জায়গায় ব্রিফিংয়ে জুবায়েরপন্থী নেতা মামুনুল হক বলেছিলেন যে সাদপন্থীদের আর ইজতেমার সুযোগ নেই।

এ সূত্র ধরেই সাংবাদিকরা স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে জানতে চান যে সাদপন্থীদের ইজতেমার জন্য যে তারিখ ঠিক করে দেয়া হয়েছিল সেটি বহাল আছে কি না এবং তাদের ইজতেমার বিষয়ে সরকারের অবস্থান কী?

জবাবে উপদেষ্টা বলেন, তাদের (বিবাদমান বিভিন্ন পক্ষ) মধ্যে একটি আলোচনা চলছে এবং সরকার চায় তারাই সিদ্ধান্ত নিক।

সূত্র : বিবিসি


আরো সংবাদ



premium cement