ফ্যাসিবাদের দোসররা আন্দোলনের সময় প্রবাসীদের হেনস্তা করেছে : আসিফ মাহমুদ
- নয়া দিগন্ত অনলাইন
- ১৮ ডিসেম্বর ২০২৪, ১৫:২২
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, আন্দোলনের সময় বিভিন্ন দেশের মিশনে আওয়ামী স্বৈরাচারের দোসরা প্রবাসীদের সেবা না দিয়ে হেনস্তা করেছে।
বুধবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় প্রবাসী দিবস-২০২৪ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা আসিফ বলেন, ‘বিভিন্ন দেশের মিশনেও আওয়ামী স্বৈরাচাররা প্রবাসীদের সঠিক সেবা দেয়নি। ফ্যাসিবাদের দোসররা আন্দোলনের সময় প্রবাসীদের হেনস্তা করেছে। আমাদের মিশনগুলোতে প্রবাসীরা পাসপোর্টের জটিলতা প্রায়ই ভোগেন। আমি বেশ কয়েকবার অভিযোগ পেয়েছি। প্রবাসীদের এসব সেবার বিলম্ব যেন না ঘটে এটাই আমার আহ্বান।’
তিনি বলেন, ‘যারা জেল-জুলুম না ভেবে জীবনের ঝুঁকি নিয়ে বিদেশে আন্দোলন করেছেন, তাদের প্রতি শ্রদ্ধা। দেশে যখন ইন্টারনেট সংযোগ বিচ্ছন্ন ছিল, আমরা কেউই আন্দোলন করতে পারছিলাম না। এদিকে নারকীয় হত্যাযজ্ঞ চলছে, সেখানে আমাদের প্রবাসী ভাইয়েরা আন্দোলন করে আন্তর্জাতিক মহলে তারা দেশের পরিস্থিতি তুলে ধরেছেন।’
ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতের জন্য একটা সুস্পষ্ট রূপরেখা চাই। নির্বাচন কমিশনের কাছে এটা আমাদের দাবি। আমরা চাই, প্রবাসীরা যেন ভোটাধিকার পায়। এজন্য সরকার কাজ করবে।’
সূত্র : ইউএনবি