১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১, ১৫ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ইজতেমার ময়দানে সংঘর্ষের ঘটনা নিয়ে যা জানালেন হাসনাত আবদুল্লাহ

হাসনাত আবদুল্লাহ - ছবি - ইন্টারনেট

ইজতেমার মাঠ দখলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনাকে ‘অনাকাঙ্ক্ষিত’ উল্লেখ করে ফেসবুক পোস্ট দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ।

তিনি লিখেছেন, “সাদপন্থী সমর্থিত ‘সচেতন ছাত্র সমাজের’ দেয়া প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাও কর্মসূচি এবং সকাল দশটার মধ্যে মাওলানা সাদ সাহেবের ভিসার জন্য বাসভবন ঘেরাও কর্মসূচি ঘোষণার কারণে” তারা গতকাল রাতে সাদপন্থীদের সাথে আলোচনা করার জন্য টঙ্গী গিয়েছিলেন।

তার বর্ণনা অনুযায়ী, আলোচনার মাধ্যমে প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাও কর্মসূচি প্রত্যাহার করেন সাদপন্থীরা এবং সাদপন্থীদেরকে ধৈর্য ধরার আহ্বান জানানো হয়।

তিনি বলেন, মাওলানা সাদ সাহেবের ভিসা জটিলতা নিরসনে পুনরায় আলোচনা করে সিদ্ধান্ত নেয়ার প্রতিশ্রুতি দেন। তবে তারা টঙ্গী ময়দানে জোরের শর্ত দেন এবং ২৫ তারিখ মাঠ ছাড়ার প্রতিশ্রুতি দেন।

‘টঙ্গীতে এই তিনটি বিষয়ে আলোচনা হয়। আলোচনায় আমরা এটাও স্পষ্ট করি এগুলো চূড়ান্ত সিদ্ধান্ত নয়। এ বিষয়ে কাকরাইলে মাওলানা জুবায়ের সাহেব এবং ওলামায়ে কেরামের সাথে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে,’ তিনি যোগ করেন।

এই আলোচনার সময় মাওলানা মাহফুজুল হক ও মাওলানা মামুনুল হকও উপস্থিত ছিলেন।

Hasnat

 

হাসনাত আবদুল্লাহ বলেন, মধ্যরাতে ‘সেখানে পৌঁছানোর পর সাদপন্থীদের একজন মুফতি সাহেবের একটি পোস্ট আমাদের দৃষ্টিগোচর হয়, যেখানে খণ্ডিত ভিডিও প্রচার করে বলা হয়েছে আমরা না কি তাদের জোর করার অনুমতি দিয়েছি। এটি আমাদের সিদ্ধান্তের সম্পূর্ণ বিপরীত।

‘কাকরাইলে আলোচনাকালীন সেখানে আলেমদের উপস্থিতিতে আমরা তাদের স্পষ্টভাবে জানিয়েছি যে আমরা কোনো কর্তৃপক্ষ নই। আমরা আলোচনা করে কাকরাইল থেকে টঙ্গী গিয়ে কথা বলব এবং এরপর পারস্পরিক মতামতের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। আলোচনার মাঝেও সাদপন্থী ওই মুফতি সাহেবকে ফোন দিয়ে বলেছি, আপনারা যদি সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার আগে ইজতেমার ময়দানে প্রবেশ করেন, তাহলে আমাদের সাথে আপনাদের সম্পর্ক থাকবে না।’

তিনি বলেন, ‘আমরা কাকরাইলে আলেমদের উপস্থিতিতে সাদপন্থীদের আরো বলেছি, কোনোভাবেই আপনারা ময়দানে প্রবেশ করবেন না এবং আমাদের নিয়ে যে ভিডিও প্রচার করেছেন, তা মুছে ফেলবেন। কিন্তু এর আগেই এই নির্মম ঘটনা ঘটেছে, যা কোনোভাবেই কাম্য নয়। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই।’

সবশেষে তিনি সবাইকে শান্ত থাকার জন্য ও ধৈর্য ধারণ করার আহ্বান জানান এবং বলেন, সমগ্র বাংলাদেশের স্থিতিশীলতা রক্ষার দায়ভার আমাদের প্রত্যেকটি নাগরিকের। দেশের শৃঙ্খলা বজায় রাখতে শান্তিপূর্ণ সমাধান ও অবস্থানের জন্য আমরা সবাই আন্তরিকভাবে কাজ করে যাবো।

সূত্র : বিবিসি


আরো সংবাদ



premium cement
৩১ দফার মাধ্যমে সব অন্যায়ের জবাব দিতে চাই : তারেক রহমান সরকার প্রবাসীদের কল্যাণে আন্তরিকভাবে কাজ করছে : আসিফ নজরুল তিন সংস্করণেই ক্যারিবীয়দের কোচ হচ্ছেন সামি ‘অন্য ব্যবস্থা না হওয়া পর্যন্ত ইসরাইলি সেনারা গুরুত্বপূর্ণ এই অবস্থানে থাকবে’ ইসরাইল নতুন শর্ত না দিলে গাজায় যুদ্ধবিরতি সম্ভব : হামাস প্রতিরোধ শেষ হয়ে যায়নি, ইসরাইলের শেকড় উপড়ে পড়বে : আয়াতুল্লাহ খামেনি রাজধানীর কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান হলেন জয়নুল আবেদীন পূর্বাচলে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ২ বাশার আল-আসাদের পতনের পর দামেস্ক বিমানবন্দর থেকে প্রথম বিমান উড়ল জয়পুরহাটে রাষ্ট্রদ্রোহ মামলায় খালাস পেলেন তারেক রহমান

সকল