আগামী নির্বাচনের প্রস্তুতি নিতে নেতাকর্মীদের নির্দেশ তারেক রহমানের
- অনলাইন প্রতিবেদক
- ১৭ ডিসেম্বর ২০২৪, ১৮:২৬, আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৪, ২৩:৫৭
আগামী নির্বাচনের প্রস্তুতি নিতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, ‘আগামী নির্বাচন অতীতের যেকোনো নির্বাচনের চেয়ে অনেক কঠিন হবে। কাজেই নিজেদের সেভাবে প্রস্তুত করুন। আগামীর সেই কঠিন নির্বাচন, জনগণের সমর্থন নিয়ে নির্বাচনের পুলসিরাত যেন আমরা পার হতে পারি। সেভাবে নিজেদেরকে প্রস্তুত করুন।’
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার বিএনপির রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তারেক রহমান বলেন, ‘বাংলাদেশের মানুষ তাকিয়ে আছে বিএনপির দিকে। বিএনপির কাছ থেকে তাদের ভালো কিছু প্রত্যাশা। কোটি কোটি মানুষের যখন প্রত্যাশা থাকে, সেই দায়িত্বটা কিন্তু অনেক বড়। একটি রাজনৈতিক দলের কর্মী অথবা দলের সফলতা হচ্ছে মানুষের আস্থা অর্জন করা।’
নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘দলের ওপর আস্তা ধরে রাখার দায়িত্ব জনগণের নয়, এটি আপনার বা আমাদের। আপনি হচ্ছেন আপনার এলাকায় বিএনপির রাষ্ট্রদূত, আপনাকে দিয়েই মানুষ বিচার করবে, বিএনপি কী বা কেমন? আপনি ভালো হলে বিএনপির ভালো, আপনি খারাপ হলে বিএনপি খারাপ। জনগণকে সাথে রাখুন, আমরা কিন্তু আমি-ডামি নির্বাচনে বিশ্বাস করি না। আমরা স্বচ্ছ নির্বাচনে বিশ্বাসী, যেখানে মানুষ নির্দ্বিধায়-নির্ভয়ে ভোট দেবে।’
বিএনপির এই মুখপাত্র বলেন, ‘আমাদের ভেতরে কেউ যদি জনগণের আস্থা ও বিশ্বাসকে আঘাত করে ব্যক্তিগত স্বার্থসিদ্ধির জন্য- আমার নির্দেশ থাকবে, শক্ত হাতে তাদেরকে দমন করতে হবে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।’
তিনি বলেন, ‘জনগণের সমর্থন নিয়ে আমাদেরকে সরকার গঠন করতে হবে। যদি জনগণের সমর্থন নিতে না পারি, তাহলে আমাদের এত বছরের আন্দোলন সব ব্যর্থ হয়ে যাবে। সে জন্য আমাদেরকে যে কাজটি সঠিক, সে কাজটি করতে হবে। যেটি অন্যায়-অনৈতিক, সেটি ত্যাগ করতে হবে।’
ষড়যন্ত্র থেমে নেই জানিয়ে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, ‘জাতীয়তাবাদী দলের (বিএনপি) ওপর সৃষ্টি থেকেই দেশের ভেতর ও আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র অব্যাহত আছে। ষড়যন্ত্র থেমে থাকেনি। ধরে নিতে হবে, বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র মানে আরেকটি ষড়যন্ত্রের অংশ রয়েছে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে। এটি অব্যাহত রয়েছে, থেমে যায়নি।’
নেতাকর্মীদের ষড়যন্ত্রের ব্যাপারে সচেতন থাকার নির্দেশনা দিয়ে তিনি বলেন, ‘স্বৈরাচার পালিয়ে গেছে, মাথা পালিয়ে গেছে, লেজ কিন্তু রয়ে গেছে। তারা কিন্তু ভেতরে ভেতরে ষড়যন্ত্র করছে।’
তারেক রহমান আরো বলেন, ‘আগামীতে যে নির্বাচন হবে, আপনাদেরকে আমি এক শ’ পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি, কেউ যদি মনে মনে ভেবে থাকেন এখান তো প্রধান প্রতিপক্ষ নেই, নো নো নো অ্যান্ড নো। আগামী নির্বাচন, অতীতের যেকোনো নির্বাচনের চেয়ে অনেক কঠিন হবে। কাজেই নিজেদেরকে সেভাবে প্রস্তুত করুন।’